ফুলসারা ইউনিয়ন
যশোর জেলার চৌগাছা উপজেলার একটি ইউনিয়ন
ফুলসারা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]
ফুলসারা | |
---|---|
ইউনিয়ন | |
ফুলসারা ইউনিয়ন | |
বাংলাদেশে ফুলসারা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৪′২১.৮″ উত্তর ৮৯°৫′৫৪.৬″ পূর্ব / ২৩.২৩৯৩৮৯° উত্তর ৮৯.০৯৮৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | চৌগাছা উপজেলা |
সরকার | |
• ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান | মেহেদী মাসুদ চৌধুরী |
আয়তন | |
• মোট | ৬,৭১৫ বর্গকিমি (২,৫৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৩১৪ |
• জনঘনত্ব | ২.৭/বর্গকিমি (৭.১/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৪০০ |
ওয়েবসাইট | fulsaraup1 |
গ্রাম
সম্পাদনাফুলসারা ইউনিয়নে মোট ১৬টি গ্রাম রয়েছে।
- সৈয়দপুর
- কোটালীপুর
- দূর্গাবরকাটি
- তেতুলবাড়িয়া
- রায়নগর
- চারাবাড়ি
- মোহাম্মদপুর
- জামিরা
- বলিদাপাড়া
- বারুইহাটী
- ফুলসারা
- সলুয়া
- আফরা
- আড়ারদাহ
- শিবনগর
- চাঁন্দা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফুলসারা ইউনিয়ন"। fulsaraup1.jessore.gov.bd। ২০২০-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।