ফুলবাড়ী ইউনিয়ন, গোলাপগঞ্জ
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
ফুলবাড়ী ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[২][৩]
ফুলবাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ফুলবাড়ী ইউনিয়ন, গোলাপগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫০′৪৪.০০২″ উত্তর ৯১°৫৭′৪১.০০০″ পূর্ব / ২৪.৮৪৫৫৫৬১১° উত্তর ৯১.৯৬১৩৮৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোলাপগঞ্জ উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৭৪ |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল হানিফ খান (বাংলাদেশ আওয়ামিলীগ) |
আয়তন | |
• মোট | ২১ বর্গকিমি (৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩৭,৬৪৬ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩৮ ৪৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাফুলবাড়ী ইউনিয়ন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ১৯৬০ খ্রিষ্টাব্দে। স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতির আদেশ নম্বার ০৭/১৯৭২ অনুযায়ী ইউনিয়ন কাউন্সিল বাতিল করা হয়। ইউনিয়ন কাউন্সিল নাম বাতিল করে নামকরণ করা হয় ইউনিয়ন পঞ্চায়েত এবং প্রশাসক নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির আদেশ ২২/১৯৭৩ অনুযায়ী ফুলবাড়ী ইউনিয়ন পঞ্চায়েতের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ।
অবস্থান ও সীমানা
সম্পাদনা৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের উত্তরে বাঘা ইউনিয়ন দক্ষিণে লক্ষীপাশা ইউনিয়ন পুর্বে গোলাপগঞ্জ পৌরসভা পশ্চিমে কুচাই ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ১৭৩৭৬জন। [১][৩]
ওয়ার্ডভিত্তিক জনসংখ্যা
সম্পাদনাওয়ার্ড | জনসংখ্যা |
---|---|
১ নং ওয়ার্ড | ১৬৪১ জন |
২ নং ওয়ার্ড | ১৭৩০ জন। |
৩ নং ওয়ার্ড | ২৫৯৩জন। |
৪ নং ওয়ার্ড | ১৮৬১জন। |
৫ নং ওয়ার্ড | ২৬৭৮জন। |
৬ নং ওয়ার্ড | ২৪২৭ জন। |
৭ নং ওয়ার্ড | ১৫৪৭জন। |
৮ নং ওয়ার্ড | ১১১৬ জন। |
৯ নং ওয়ার্ড | ১৭৮৩জন। |
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- জিএন ফখর উদ্দিন চৌধুরী, বীর প্রতীক [৪][৫]
- আব্দুল মতিন চৌধুরী, শায়েখে ফুলবাড়ি, (মরহুম)।
- প্রিন্সিপাল হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর। (১৯৪৯—২০১৮)
- ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী,(মরহুম) ভাষা সৈনিক,শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (১৯৮৯-১৯৯৩) ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (২০০১-২০১৬) ভাইস চ্যান্সেলর।
নির্বাচিত চেয়ারম্যানগণের তালিকা
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: আব্দুল হানিফ খান
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | সমসুদ্দিন আহমদ | ১৯৭২-১৯৭৪ |
০২ | মাহমুদ হোসেইন | ১৯৭৪-১৯৭৭ |
০৩ | নুরুল ইসলাম | ১৯৭৭-১৯৮৪ |
০৪ | এম.এ বাছিত | ১৯৮৪-১৯৮৯ |
০৫ | ছাইব আলী | ১৯৮৯-১৯৯১ |
০৬ | মাহমুদ হোসেইন | ১৯৯১-১৯৯৮ |
০৭ | এম.এ.বাছিত | ১৯৯৮-২০০৩ |
০৮ | এমদাদ হোসেন টিপু | ২০০৩-২০০৭ |
০৯ | কামরুল হাসান সাহান | ২০১১-২০১৩ |
১০ | মো: মামুন আহমদ রিপন | ২০১৫- ২০১৬ |
১১ | মাহবুবুর রহমান ফয়ছল | ২০১৬-২০২১ |
১২ | আব্দুল হানিফ খান[২] | ২০২১- বর্তমান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "ফুলবাড়ী ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
- ↑ ক খ গ ফুলবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ ক খ গ বাংলাপিডিয়া
- ↑ গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য - আনোয়ার শাহজাহান, প্রকাশকাল. প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯৬
- ↑ আমাদের সিলেট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- বাংলাপিডিয়া
- আমাদের সিলেট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ফুলবাড়ী ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।