ফুলওয়ারীর যুদ্ধ
ফুলওয়ারীর যুদ্ধ ১৭৪১ সালের ৩ মার্চ বর্তমান ভারতের বিহার রাজ্যের ফুলওয়ারী নামক স্থানে তদানীন্তন উড়িষ্যার বিদ্রোহী নায়েব নাযিম দ্বিতীয় মুর্শিদ কুলি খান এবং বাংলার নবাব আলীবর্দী খানের মধ্যে সংঘটিত হয়।[১] যুদ্ধে দ্বিতীয় মুর্শিদ কুলি পরাজিত হন[১] এবং উড়িষ্যা থেকে বিতাড়িত হন।[২] এর ফলে দ্বিতীয় মুর্শিদ কুলির বিদ্রোহের অবসান ঘটে।
ফুলওয়ারীর যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: দ্বিতীয় মুর্শিদ কুলির বিদ্রোহ | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
বাংলা | দ্বিতীয় মুর্শিদ কুলি খানের দল[১] | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
আলীবর্দী খান | দ্বিতীয় মুর্শিদ কুলি খান | ||||||
শক্তি | |||||||
অজ্ঞাত | অজ্ঞাত | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
অজ্ঞাত | অজ্ঞাত |