ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ (ভারত)

ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ বা স্পনসরজনিত কারণে হিরো ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালিত ভারতের ফুটসাল খেলার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা।[] ২০২১ সালে ৫ নভেম্বর এটি নতুন দিল্লিতে শুরু হয়।[] এটি এশিয়ার সর্বোচ্চ ক্লাব ফুটসাল প্রতিযোগিতা এএফসি ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ-এর বাছাইপর্ব হিসেবেও সমান কার্যকর।

ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ
সংগঠকসর্বভারতীয় ফুটবল ফেডারেশন
স্থাপিত২০১৯; ৬ বছর আগে (2019)[]
দেশ ভারত
কনফেডারেশনএশিয়ান ফুটবল কনফেডারেশন
দলের সংখ্যা১৬
লিগের স্তর
আন্তর্জাতিক কাপএএফসি ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ
বর্তমান চ্যাম্পিয়নদিল্লি এফসি
মিনার্ভা অ্যাকাডেমি
(১ম শিরোপা)
সর্বাধিক শিরোপাদিল্লি এফসি
মিনার্ভা অ্যাকাডেমি
(১টি শিরোপা)
সম্প্রচারকইউরোস্পোর্ট
এআইএফএফ (ফেসবুকইউটিউব অনলাইন সম্প্রচার)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
২০২৩ ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ

ইতিহাস

সম্পাদনা

১০ ডিসেম্বর ২০১৯-এ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ঘোষণা করে ২০২০ থেকে ভারতীয় ফুটবলের বার্ষিক ক্যালেন্ডারে ফুটসাল খেলা থাকবে।[]

এই ঘোষণা অনুযায়ী ইন্ডিয়ান সুপার লিগ, আই-লিগ ও রাজ্য স্তরের ফুটসাল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলগুলিকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।[][]

কিন্তু কোভিড-১৯ মহামারীর জন্য প্রতিযোগিতা স্থগিত হয়ে যায় ও ২০২১-এ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার পদ্ধতি

সম্পাদনা

প্রথম আসরে ১৬ টি দল অংশগ্রহণ করেছিল, যাদের চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। একক রাউন্ড-রবিন খেলার পর প্রতিটি গ্রুপের প্রথম স্থানাধিকারী দল নকআউট পর্বে উত্তীর্ণ হওয়ার সুযোগ পায় এবং সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেখান থেকে দুটি সেমিফাইনালে বিজয়ী দুই দল ফাইনাল খেলার সুযোগ পায় এবং ফাইনালে জয়ী দল ভারতের ফুটসাল চ্যাম্পিয়ন হিসেবে ভূষিত হয়।[]

২০২১ মরসুমে নিম্নলিখিত দলগুলি অংশগ্রহণ করেছিল:

দল শহর/রাজ্য
বরোদা এফসি বড়োদরা, গুজরাত
বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু, কর্ণাটক
চানমারি জোথান আইজল, মিজোরাম
ক্লাসিক এফএ ইম্ফল, মণিপুর
দিল্লি এফসি দিল্লি
কুপ্পুরাজ এফসি পুদুচেরি
মাঙ্গালা ক্লাব কটক, ওড়িশা
মহামেডান এসসি কলকাতা, পশ্চিমবঙ্গ
নিয় ওয়াসা এফসি শিলং, মেঘালয়
রিয়াল কাশ্মীর শ্রীনগর, জম্মু ও কাশ্মীর
সুদেবা দিল্লি দিল্লি
এসসি গোয়া পানাজি, গোয়া
স্পিড ফোর্স এফসি তেলেঙ্গানা
সুপার স্ট্রাইকার্স এফসি বেঙ্গালুরু, কর্ণাটক
তেলংজেম এফসি কোহিমা, নাগাল্যান্ড
ট্রাউ এফসি ইম্ফল, মণিপুর

মরসুম ভিত্তিক

সম্পাদনা
মরসুম চ্যাম্পিয়ন ফলাফল রানার্স-আপ
২০২১ দিল্লি ৭–২ মহামেডান
২০২৩ মিনার্ভা অ্যাকাডেমি ২–২(৩–১ পে.)

ফাইনালে অংশগ্রহণ

সম্পাদনা
ক্লাব বিজয়ী রানার্স-আপ সাল (বিজয়ী) সাল (রানার্স-আপ)
দিল্লি ২০২১
মিনার্ভা অ্যাকাডেমি ২০২৩
মহামেডান ২০২১, ২০২৩

সম্প্রচার

সম্পাদনা

২০২১-এর ৩ নভেম্বরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ঘোষণা করে যে ইউরোস্পোর্ট এই প্রতিযোগিতার প্রথম মরসুম সরাসরি সম্প্রচার করবে।[][]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Futsal club championship to kick-off from 2020 season"AIFF। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  2. "Inaugural edition of Futsal Championship to kick-off in New Delhi on November 5"www.aninews.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৫ 
  3. "AIFF invites clubs for AIFF Futsal Club Championship 2020"AIFF। ২৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  4. "AIFF's inaugural Futsal Club Championship to kickstart 2020-21 season"The Outlook India। ১৪ মে ২০২০। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  5. "Hero Futsal Club Championship"www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৪ 
  6. "Eurosport India acquires broadcasting rights for inaugural season of Hero Futsal Club Championship"News18 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৩ 
  7. "Eurosport to broadcast the inaugural season of Hero Futsal Club Championship"www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা