ফুটবল ক্লাব লকোমোতিভা জাগরেব

নগোমেতনি ক্লুব লকোমোতিভা জাগরেব (ক্রোয়েশীয়: Nogometni klub Lokomotiva Zagreb, ইংরেজি: FC Lokomotiva; এছাড়াও ফুটবল ক্লাব লকোমোতিভা জাগরেব, এফসি লকোমোতিভা জাগরেব, এফসি লকোমোতিভা অথবা শুধুমাত্র লকোমোতিভা নামে পরিচিত) হচ্ছে জাগরেব ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯১৪ সালের ১লা মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। লকোমোতিভা তাদের সকল হোম ম্যাচ জাগরেবের স্তাদিওন ক্রানয়শেভিচেভায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,৮৫০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গোরান তোমিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন তিন দোলিচকি। ক্রোয়েশীয় রক্ষণভাগের খেলোয়াড় দেনিস কোলিঙ্গার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

লকোমোতিভা জাগরেব
পূর্ণ নামনগোমেতনি ক্লুব লকোমোতিভা জাগরেব
ডাকনামলকোসি
সংক্ষিপ্ত নামএলওকে
প্রতিষ্ঠিত১ মে ১৯১৪; ১১০ বছর আগে (1914-05-01)
জেডএসকে ভিক্তোরিয়া হিসেবে
মাঠস্তাদিওন ক্রানয়শেভিচেভা
ধারণক্ষমতা৮,৮৫০[]
সভাপতিক্রোয়েশিয়া তিন দোলিচকি
ম্যানেজারক্রোয়েশিয়া গোরান তোমিচ
লিগক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ
২০১৮–১৯৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, লকোমোতিভা এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ক্রোয়েশীয় দ্বিতীয় লীগ, ১টি ক্রোয়েশীয় তৃতীয় লীগ এবং ১টি যুগোস্লাভ দ্বিতীয় লীগ শিরোপা রয়েছে।

রানার-আপ (১): ২০১২–১৩
রানার-আপ (১): ২০১২–১৩
বিজয়ী (১): ২০০৮–০৯
রানার-আপ (১): ২০০৭–০৮
বিজয়ী (১): ২০০৬–০৭
বিজয়ী (১): ১৯৫৫–৫৬
রানার-আপ (২): ১৯৫৭–৫৮, ১৯৫৮–৫৯

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Stadion Kranjčevićeva"। prvahnl.hr। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮ 
  2. "ফুটবল ক্লাব লকোমোতিভা জাগরেব: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব লকোমোতিভা জাগরেব টেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ