ফুটবল ক্লাব ক্রোতোনে
ফুটবল ক্লাব ক্রোতোনে (ইতালীয়: Football Club Crotone; সাধারণত এফসি ক্রোতোনে নামে পরিচিত) হচ্ছে ক্রোতোনে ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি ক্রোতোনে তাদের সকল হোম ম্যাচ ক্রোতোনের স্তাদিও এৎসিয়ো শিদায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,৫৪৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জিওভান্নি স্ত্রোপ্পা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ভ্রেন্না। ইতালীয় গোলরক্ষক আলেক্স কোরদাজ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
পূর্ণ নাম | ফুটবল ক্লাব ক্রোতোনে এস.আর.এল. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ই পিতাগোরিচি (পিথাগোরীয়) গ্লি স্কুয়ালি অথবা লো স্কুয়ালো কালাব্রেসে (হাঙ্গর অথবা কালাব্রিয়ার হাঙ্গর) রসসোব্লু (লাল এবং নীল) | |||
প্রতিষ্ঠিত | ১৯১০ | |||
মাঠ | স্তাদিও এৎসিয়ো শিদা | |||
ধারণক্ষমতা | ১৬,৫৪৭ | |||
সভাপতি | জিয়ান্নি ভ্রেন্না[১] | |||
প্রধান কোচ | জিওভান্নি স্ত্রোপ্পা | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ২য় (উত্তীর্ণ) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Società" (Italian ভাষায়)। F.C. Crotone। ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Prima squadra" (Italian ভাষায়)। F.C. Crotone। সেপ্টেম্বর ২০১৮ [circa]। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইতালীয়) (ইংরেজি)