ফুটবল ক্লাব উরাল ইয়েকাতেরিনবুর্গ

ফুটবল ক্লাব উরাল ইয়েকাতেরিনবুর্গ (এছাড়াও এফসি উরাল ইয়েকাতেরিনবুর্গ (রুশ: ФК Урал) অথবা এফকে উরাল ইয়েকাতেরিনবুর্গ নামে পরিচিত) হচ্ছে ইয়েকাতেরিনবুর্গ ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে।[] এই ক্লাবটি ১৯৩০ সালের ১লা সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি উরাল ইয়েকাতেরিনবুর্গ তাদের সকল হোম ম্যাচ ইয়েকাতেরিনবুর্গের কেন্দ্রীয় স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৫,০৬১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ুরি মাতভেয়েভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন গ্রিগরি ইভানভ। ইউক্রেনীয় রক্ষণভাগের খেলোয়াড় দেনিস কুলাকভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

উরাল ইয়েকাতেরিনবুর্গ
পূর্ণ নামফুটবল ক্লাব উরাল
সভের্দলভস্ক ওব্লাস্ট
বা এফসি উরাল ইয়েকাতেরিনবুর্গ
ডাকনামবাম্বলবিস, কমলা এবং কালো, উরালতস্কি
প্রতিষ্ঠিত১ সেপ্টেম্বর ১৯৩০; ৯৪ বছর আগে (1930-09-01)
মাঠকেন্দ্রীয় স্টেডিয়াম
ধারণক্ষমতা৩৫,০৬১
মালিকসভের্দলভস্ক ওব্লাস্ট
সভাপতিরাশিয়া গ্রিগরি ইভানভ
ম্যানেজাররাশিয়া ইয়ুরি মাতভেয়েভ
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০১১তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি উরাল ইয়েকাতেরিনবুর্গ এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি রুশ জাতীয় ফুটবল লীগ এবং ২টি রুশ দ্বিতীয় বিভাগ শিরোপা রয়েছে।

ঘরোয়া

সম্পাদনা

সোভিয়েত দ্বিতীয় লীগ / রুশ ফুটবল জাতীয় লীগ

রুশ দ্বিতীয় বিভাগ

  • চ্যাম্পিয়ন (২): ২০০২, ২০০৪

রুশ কাপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FK URAL SVERDLOVSKAYA OBLAST"Soccerway। Perform। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব উরাল ইয়েকাতেরিনবুর্গ টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ