ফিরিঙ্গি (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
ফিরিঙ্গি বাংলা ভাষায় বহুল ব্যবহৃত একটি বিদেশি শব্দ।
এছাড়াও "ফিরিঙ্গি" নামটি দ্বারা বোঝাতে পারে:
- ফিরিঙ্গি বাজার, চট্টগ্রামের একটি ঐতিহাসিক বাজার এলাকা।
- ফিরিঙ্গি বাজার ওয়ার্ড, ফিরিঙ্গি বাজার এলাকার একটি ওয়ার্ড।
- ফিরিঙ্গি কালীবাড়ি, কলকাতার একটি বিখ্যাত কালীমন্দির।
- ফিরিঙ্গি মহল, ভারতের লখনৌতে অবস্থিত একটা প্রাসাদ।
- অ্যান্টনি ফিরিঙ্গি, একজন পর্তুগিজ কবি ও লেখক।
- আব্দুল বারি ফিরিঙ্গি মহল্লী, ভারতের একজন মুসলিম লেখক।
- ফ্রাঙ্ক জাতি, পশ্চিম ইউরোপের একটি জাতি যাদের আরবীয়রা "ফিরিঙ্গ" নামে ডাকে।