ফিফা (ভিডিও গেম সিরিজ)
ফিফা (ইংরেজি ভাষায়ঃ FIFA) একটি ফুটবল ভিত্তিক মাল্টিপ্লেয়ার গেম সিরিজ। ইএ স্পোর্টস এর লেবেলে প্রতিবছর একটি করে গেম মুক্তি পায়। ১৯৯৩ সালে প্রথম মুক্তি পাওয়া গেমটিতেই ফিফার কাছ থেকে অফিসিয়াল লাইসেন্স নেয়। বর্তমানের ফিফা গেম গুলোতে একচেটিয়া ভাবে রয়েছে বিশ্বের প্রধান ও অপ্রধান ক্লাব ও লীগগুলোর অফিসিয়াল লাইসেন্স, যাতে রয়েছে খেলোয়াড়দের ও দলগুলোর আসল নাম।
ফিফার গেম সিরিজ হলো অন্যতম সেরা সর্বাধিক বিক্রীত ভিডিও গেম [১]। এছাড়া ফিফা ১১ হলো দ্রুততম বিক্রিত খেলাধুলা বিষয়ক গেম। [২]
ফিফা (সিরিজ) | |
---|---|
ডেভেলপার | ইএ স্পোর্টস |
পরিবেশক | এলেক্ট্রনিক আর্টস |
সিরিজসমূহ
সম্পাদনাফিফা সকার ৯৫
সম্পাদনাএ গেমটিতে ছিল ৮টি জাতীয় লীগ।
ফিফা সকার ৯৬
সম্পাদনাএ গেমটি থ্রিডি গ্রাফিক্সে উন্নত ছিল এবং প্লেস্টেশনেও খেলা যেত। এতে খেলোয়াড়দের আসল নাম ব্যবহার করা হয়।
ফিফা ৯৭
সম্পাদনাফিফার এই ভার্সনে ধারাভাষ্যে জন মটসন ও অ্যান্ডি গ্রের কণ্ঠ ব্যবহার করা হয়। ইনডোর ফুটবল উপস্থাপন করা হয়।
ফিফা ৯৮
সম্পাদনাএতে গ্রাফিক্স আরও উন্নত করা হয়। রোড টু ওয়ার্ল্ড কাপ মোড উপস্থাপন করা হয় এবং সঙ্গীত প্লেলিস্ট প্রয়োগ করা হয়।
ফিফা ৯৯
সম্পাদনাইনডোর ফুটবল তুলে নেওয়া হয়। খেলোয়াড়ভেদে বিভিন্ন উচ্চতা ও উন্নত জার্সি ব্যবহার করা হয়।
ফিফা ২০০০
সম্পাদনাএতে ৪০টিরও বেশি জাতীয় দল উপস্থাপন করা হয়।
ফিফা ২০০১
সম্পাদনাএতে প্রথমবারের মত কিছু খেলোয়াড়ের জন্য বরাদ্দ ছিল নিজস্ব চেহারা।
ফিফা ২০০২
সম্পাদনাপাসিং এর জন্য প্রথমবারের মত ব্যবহার করা হয় পাওয়ার বার।
ফিফা ২০০৩
সম্পাদনাফিফা ২০০৩ আগের ভার্সনগুলো থেকে সম্পূর্ণ নতুন গেমপ্লে নিয়ে বাজারে মুক্তি পায়। এতে আরও উন্নত স্টেডিয়াম, খেলোয়াড় ও জার্সি ব্যবহার করা হয়। এতে ছিল টিভির মত রিপ্লের ব্যবস্থা। এতে ছিল এক্সবক্সে খেলার ব্যবস্থা।
ফিফা ২০০৪
সম্পাদনাফিফা ২০০৪ আগের ভার্সন থেকে খুব একটা বেশি উন্নত করা হয়নি। এতে অনলাইন মোড নতুন ভাবে সংযোজিত করা হয়।
ফিফা ২০০৫
সম্পাদনাফিফা ২০০৫-এ ছিল ক্যারিয়ার মোড ছিল।
ফিফা ২০০৬
সম্পাদনাএতে টিম কেমিস্ট্রি উপস্থাপিত হয় এবং ক্যারিয়ার মোড আরও উন্নত করা হয়।
ফিফা ২০০৭
সম্পাদনাএতে নতুন নতুন স্টেডিয়াম ব্যবহার করা হয়। এক্সবক্স ৩৬০-এর জন্য সম্পূর্ণ আলাদা ইন্সটলেশান সিস্টেম ছিল, যাতে অপ্রধান লীগ ও দলগুলো অনুপস্থিত ছিল।
ফিফা ২০০৮
সম্পাদনাএতে সম্পূর্ণ নতুন বি এ প্রো মোডটি উপস্থাপিত হয়, যেখানে ব্যবহারকারী নিজেই শুধুমাত্র একজন খেলোয়াড়কে নিয়ন্ত্রণ করতে পারবে।
ফিফা ২০০৯
সম্পাদনাফিফা ২০০৯-এ বি এ প্রো মোডটি আরও উন্নত করা হয়, যাতে ছিল অনলাইন খেলার ব্যবস্থা।
ফিফা ২০১০
সম্পাদনাফিফা ২০১০-এ ম্যানেজার মোডটি আরও উন্নত করা হয়। এতে প্রতি ম্যাচের পারফর্মেন্স অনুযায়ী খেলোয়াড়দের মান বাড়তো। এতে ৫০টি স্টেডিয়াম ও ৩১টি লীগ ব্যবহাআর করা হয়। এতে খেলোয়াড়দের ড্রিবলিং-এও উন্নতি সাধন করা হয়।
ফিফা ২০১১
সম্পাদনাফিফা ১১-এ ম্যানেজার মোড-কে পরিবর্তন করে ক্যারিয়ার মোড বলা হয়। এতে ব্যবহারকারী গোলরক্ষক হয়ে খেলতে পারেন। এতে পাসিং সিস্টেমে পরিবর্তন সাধন করা হয়।
অন্যান্য শিরোনামে
সম্পাদনাফিফা বিশ্বকাপের লাইসেন্স করা গেমগুলো
সম্পাদনা- ওয়ার্ল্ড কাপ ৯৮ ফ্রান্স
- ২০০২ ফিফা ওয়ার্ল্ড কাপ কোরিয়া-জাপান
- ২০০৬ ফিফা ওয়ার্ল্ড কাপ জার্মানি
- ২০১০ ফিফা ওয়ার্ল্ড কাপ দক্ষিণ আফ্রিকা
উয়েফা চ্যাম্পিয়নস লীগের লাইসেন্স করা গেমগুলো
সম্পাদনা- ইউরো ২০০০
- ইউরো ২০০৪
- ইউরো ২০০৮
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "EA SPORTS FIFA Soccer Franchise Sales Top 100 Million Units Lifetime" (সংবাদ বিজ্ঞপ্তি)। Business Wire। ২০১০-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১০-১১-০৫।
- ↑ FIFA 11 first-week sales hit 2.6 million ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ অক্টোবর ২০১০ তারিখে gamespot.com
বহিঃসংযোগ
সম্পাদনা- ফিফা অফিশিয়াল ওয়েবসাইট
- ইএ স্পোর্টস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ অক্টোবর ২০১০ তারিখে