ফিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন

ফিনল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

ফিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ফিনীয়: Suomen Palloliitto, সুইডীয়: Finlands Bollförbund, ইংরেজি: Football Association of Finland; এছাড়াও সংক্ষেপে এসপিএল এবং এফএফএ নামে পরিচিত) হচ্ছে ফিনল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৭ সালের ১৯শে মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৭ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অবস্থিত।

ফিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯ মে ১৯০৭; ১১৭ বছর আগে (1907-05-19)[]
সদর দপ্তরহেলসিঙ্কি. ফিনল্যান্ড
ফিফা অধিভুক্তি১৯০৮[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিফিনল্যান্ড আরি লাহতি
সহ-সভাপতি
  • ফিনল্যান্ড কার্লো কাঙ্কুনেন
  • ফিনল্যান্ড কাত্রি মাতসন
ওয়েবসাইটwww.palloliitto.fi

এই সংস্থাটি ফিনল্যান্ডের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ভেইক্কাউসলিগা ,উক্কনেন এবং ফিনীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ফিনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আরি লাহতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মার্কো কাসাগ্রান্দে।

পটভূমি

সম্পাদনা

এসপিএলে এক হাজারেরও বেশি সদস্য ক্লাব এবং আনুমানিক ১১,০০,০০০ নিবন্ধিত খেলোয়াড় রয়েছে। ফিনিশ গ্যালাপ জরিপটি ইঙ্গিত দিয়েছে যে, প্রায় ৫,০০,০০০ ফিন্স ফুটবল খেলায় আগ্রহী। এসপিএল হচ্ছে ফিনল্যান্ডের বৃহত্তম অপেশাদার স্পোর্টস ফেডারেশন।[]

১৯৭২ সালে ফিনল্যান্ড বিতর্ক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সমিতি ফিনল্যান্ডে বিতর্ক পরিচালনা কমিটিও ছিল। ১৯২৮ সালে, ফিনল্যান্ড আইস হকি চ্যাম্পিয়নশিপ প্রতিষ্ঠার আগে ১৯২৮ সালে এটি প্রথম ফিনল্যান্ড আইস হকি চ্যাম্পিয়নশিপের ব্যবস্থা করেছিল।[]

প্রকাশনা

সম্পাদনা

এই অ্যাসোসিয়েশনটি এখন অবরুদ্ধ মাসিক পত্রিকা ফুটারিসহ বেশ কয়েকটি ম্যাগাজিন প্রকাশ করে।[]

কর্মকর্তা

সম্পাদনা
৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি আরি লাহতি
সহ-সভাপতি কার্লো কাঙ্কুনেন
কাত্রি মাতসন
সাধারণ সম্পাদক মার্কো কাসাগ্রান্দে
কোষাধ্যক্ষ ইয়োনা ভারনানেন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক তারু নিয়োহোম
প্রযুক্তিগত পরিচালক হান্নু তিহিনেন
ফুটসাল সমন্বয়কারী ইর্কি ফিল্পু
জাতীয় দলের কোচ (পুরুষ) মার্কু কানেরভা
জাতীয় দলের কোচ (নারী) আনা সিগনেওল
রেফারি সমন্বয়কারী ইয়ুনি হিতিয়া

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Palloliitto" (Finnish ভাষায়)। Suomen Palloliitto। ২৩ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১১ 
  3. "Idrott" (Swedish ভাষায়)। Uppslagsverket Finland। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭ 
  4. "A-lehdet Dialogi Oy"Aikakaus Media (Finnish ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা