ফিনীয় ভাষা
(ফিনিশ থেকে পুনর্নির্দেশিত)
ফিনীয় ভাষা (মূলত: সুয়েডীয় শব্দ finska ফিন্স্কা হতে; ফিনীয় ভাষায় suomi সুওমি বা suomen kieli সুওমেন্ কিএলি) ফিনল্যান্ডের রাষ্ট্রভাষা। এছাড়া সুইডেন ও নরওয়েতে ভাষাটি সরকারীভাবে স্বীকৃত। ফিনল্যান্ডের প্রায় ৫০ লক্ষ লোক ফিনীয় ভাষায় কথা বলে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া ও এস্তোনিয়াতেও ভাষাটি কথিত হয়। সারা বিশ্বে প্রায় ৬০ লক্ষ লোক এই ভাষায় কথা বলে।
ফিনীয় | |
---|---|
suomen kieli | |
উচ্চারণ | [ˈsuo̯mi] |
দেশোদ্ভব | ফিনল্যান্ড, ইস্তোনিয়া, Ingria, কারেলিয়া, নরওয়ে, সুইডেন |
অঞ্চল | উত্তর ইউরোপ |
মাতৃভাষী | ৫ মিলিয়ন (১৯৯৩)[১]
|
লাতিন (ফিনীয় বর্ণমালা) | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন recognised as minority language in: সুইডেন[২] Republic of Karelia[৩] |
নিয়ন্ত্রক সংস্থা | ফিনল্যান্ডের ভাষা ইন্সটিটিউটের ভাষা পরিকল্পনা বিভাগ |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | fi |
আইএসও ৬৩৯-২ | fin |
আইএসও ৬৩৯-৩ | fin |
সরকারী ভাষা
সংখ্যালঘু ভাষা |
ফিনীয় ভাষার দুইটি রূপ আছে। Yleiskieli (উ্যলেইস্কিএলি) গির্জার ভাষণে, রাজনৈতিক বক্তৃতা ও সংবাদ মাধ্যমে ব্যবহৃত হয় এবং এর লিখিত রূপ kirjakieli (কিরিয়াকিএলি) স্কুলে শিক্ষা দেয়া হয়। Puhekieli (পুহেকিএলি) হচ্ছে ফিনীয় মানুষের মুখের ভাষা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ এথ্নোলগে ফিনীয় (১৬তম সংস্করণ, ২০০৯)
- ↑ Finnish is one of the Official Minority languages of Sweden
- ↑ "О государственной поддержке карельского, вепсского и финского языков в Республике Карелия" ((রুশ) ভাষায়)। Gov.karelia.ru। ২০১৭-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১২-০৬।