ফাহাদ আল-জালাজেল

সৌদি রাজনীতিবিদ

ফাহাদ বিন আবদুল-রহমান আল-জালাজেল (আরবি: فهد بن عبدالرحمن الجلاجل) ১৫ অক্টোবর ২০২১ সাল থেকে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। []

ফাহাদ বিন আবদুল-রহমান আল-জালাজেল
স্বাস্থ্য মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৫ অক্টোবর ২০২১
সার্বভৌম শাসকসালমান
প্রধানমন্ত্রী
পূর্বসূরীডঃ তাওফিগ আল-রাবিয়াহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1978-08-17) ১৭ আগস্ট ১৯৭৮ (বয়স ৪৬)
প্রাক্তন শিক্ষার্থী

প্রাথমিক জীবন এবং শিক্ষা

সম্পাদনা

আল-জালাজেল ১৭ আগস্ট ১৯৭৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন। তিনি রিয়াদে ১৯৯০ এর দশকে সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটি স্লোন স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে নেতৃত্বব্যবস্থাপনায় একটি নির্বাহী শংসাপত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার সেন্ট জোসেফ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং কিং সউদ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে বিএসসি করেছেন। []

পেশাগত জীবন

সম্পাদনা

২০১২ সালে, ফাহদ আল-জালাজেলকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (সৌদি আরব) (বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় (সৌদি আরব) ভোক্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তিনি বাণিজ্য ও শিল্পমন্ত্রীর উপদেষ্টা এবং মন্ত্রণালয়ে তথ্য প্রযুক্তি বিভাগের জেনারেল সুপারভাইজার ছিলেন। তিনি জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি (বর্তমানে বিনিয়োগ মন্ত্রনালয় (সৌদি আরব) ) এর তথ্য প্রযুক্তির ভারপ্রাপ্ত মহাপরিচালকের পাশাপাশি নেটওয়ার্ক এবং অপারেশনের পরিচালক ছিলেন। তিনি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম প্রজেক্ট (কম্পিউটার সোসাইটি এবং কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ) এর পরিচালকও ছিলেন।

আল-জালাজেল মেডিক্যাল সিটিসের নির্বাহী পরিষদের সদস্য, স্বাস্থ্য বীমা কাউন্সিলের সদস্য, সৌদি এয়ারলাইন্সের জেনারেল অর্গানাইজেশনের পরিচালনা পর্ষদের সদস্যসহ বেশ কয়েকটি কাউন্সিল এবং কমিটির সদস্য ছিলেন। প্রতিযোগিতা সুরক্ষা কাউন্সিল, এবং শস্য, সাইলোস এবং ময়দা মিলের জন্য সাধারণ সংস্থার বোর্ড সদস্য। [] []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Saudi Arabia issues royal decrees, appoints new Health and Hajj ministers" (English ভাষায়)। Arab News। ১৫ অক্টোবর ২০২১। 
  2. "Ministry of Health"Ministry of Health (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১ 
  3. "About the Minister"Ministry of Health (English ভাষায়)। ১৫ অক্টোবর ২০২১। 
  4. "Who's Who: Fahad Al-Jalajel, Saudi Arabia's new health minister" (English ভাষায়)। Arab News। ১৭ অক্টোবর ২০২১।