ফাফু অ্যাটল হাসপাতাল

ফাফু অ্যাটল হাসপাতাল মালদ্বীপের ফাফু প্রবালপ্রাচীর নিলান্ধো দ্বীপে অবস্থিত। এটি অ্যাটল হাসপাতাল স্বাস্থ্য কর্তৃপক্ষের অংশ।

ফাফু অ্যাটল হাসপাতাল
মানচিত্র
ভৌগোলিক অবস্থান
অবস্থাননিলান্ধো, মালদ্বীপ
স্থানাঙ্ক৩°০৩′২২″ উত্তর ৭২°৫৩′২৩″ পূর্ব / ৩.০৫৬০৪° উত্তর ৭২.৮৮৯৬° পূর্ব / 3.05604; 72.8896
সংস্থা
যত্ন ব্যবস্থাসাধারণ
ধরনঅ্যাটল হাসপাতাল
ইতিহাস
চালু১৬ ডিসেম্বর ২০০৬
সংযোগ
ওয়েবসাইটhttp://www.fah.gov.mv/

ইতিহাস

সম্পাদনা

ফাফু অ্যাটল হাসপাতালের প্রাথমিকভাবে ১৯৯৬ সালের ৩০ এপ্রিল ফাফু নিলান্ধো সাস্থ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ফাফু প্রবালপ্রাচীরের জন্য অ্যাটল হাসপাতাল হিসেবে ২০০৬ সালের ১৬ ডিসেম্বর হাসপাতালে উন্নীত হয়। এই হাসপাতালটির মাধ্যমে ফাফু অ্যাটলবাসীর নিজ প্রবালপ্রাচীরেই উন্নত স্বাস্থ্য সেবা প্রাপ্তির স্বপ্ন বাস্তবায়িত হয়। ২০০২ সালের ৭ এপ্রিল হাসপাতালে ল্যাবরেটরি পরিষেবা চালু হয় এবং ২০০৭ সালের ২৬ মার্চ এক্স-রে পরিষেবাও চালু হয়।

বহি‌ঃসংযোগ

সম্পাদনা