ফরিদুল হুদা
বাংলাদেশী রাজনীতিবিদ
ডা. ফরিদুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন।[১][২]
ডা. ফরিদুল হুদা | |
---|---|
প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | তাহের উদ্দিন ঠাকুর |
উত্তরসূরী | আব্দুর রশিদ |
কুমিল্লা-২ (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ব্রাহ্মণবাড়িয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১৪ জানুয়ারি ১৯৯৯ ব্রাহ্মণবাড়িয়া |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাফরিদুল হুদা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের ,তালশহর পশ্চিম ইউনিয়নের কামাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাফরিদুল হুদা বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি সাবেক কুমিল্লা-২ (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-২) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যু
সম্পাদনাফরিদুল হুদা ১৯৯৯ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফরিদুল হুদার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।