ফরিদা সিদ্দিকি

পাকিস্তানী রাজনীতিবিদ

ড. ফরিদা আহমেদ সিদ্দিকি (আনু. ১৯৭৩ - আগস্ট ২০১৩) ছিলেন একজন পাকিস্তানি ধর্মীয় পণ্ডিত। তিনি পাকিস্তানের জাতীয় সংসদ সদস্যও ছিলেন।[]

ফরিদা সিদ্দিকি
فریدہ صدیقی
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৭৩
মিরাট, ভারত
মৃত্যুআগস্ট, ২০১৩
করাচি, পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
সন্তান
শিক্ষাকরাচি বিশ্ববিদ্যালয় (স্নাতকোত্তর)

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

ফরিদা সিদ্দিকি ভারতের মিরাট শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৫৮ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। পাকিস্তানি ইসলামি পণ্ডিত, অতীন্দ্রিয়বাদী, পুর্নজাগরণবাদী ও রাজনীতিবিদ মাওলানা শাহ আহমদ নুরানি ছিলেন তাঁর বড় ভাই।[]

কর্মজীবন

সম্পাদনা

তিনি উইমেন ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আঞ্জুমান-ই-তাবলীগ-ই-ইসলাম এবং ইসলামিক কল্যাণে মিশনের সদস্য ছিলেন।[] তিনি বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থও রচনা করেছিলেন।[][] তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য এবং মৃত্যুর পূর্বে তিনি ইসলামী আদর্শ পরিষদের একমাত্র কার্যরত নারী ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

২০১৩ সালের আগস্টে দীর্ঘ অসুস্থতার পরে তিনি করাচির একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছিলেন।[] তিনি দুইটি ছেলে ও একটি মেয়ে রেখে গিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Council in question | Special Report | thenews.com.pk"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 
  2. Newspaper, From the (২০১৩-০৮-০৮)। "Noorani's sister dies"DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 
  3. "Sister of Maulana Noorani dies – Business Recorder" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭