ফয়সাল সালেহ হায়াত
মাখদুম সাইয়েদ ফয়সাল সালেহ হায়াত (উর্দু: مخدوم سيد فیصل صالح حیات - ১৯৫২ সালে লাহোরে জন্মগ্রহণ করেন) একজন পাকিস্তানি রাজনীতিবিদ। যিনি পাকিস্তানের পাঞ্জাবের ঝাং শহর থেকে এসেছেন।
ফয়সাল সালেহ হায়াত | |
---|---|
নির্বাচনী এলাকা | এনএ-৮৭ |
স্বরাষ্ট্রমন্ত্রী | |
কাজের মেয়াদ ২০০২ – ২০০৪ | |
পূর্বসূরী | মঈনুদ্দিন হায়দার |
উত্তরসূরী | আফতাব আহমদ শেরপাও |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লাহোর | ২১ জুলাই ১৯৫২
রাজনৈতিক দল | পাকিস্তান পিপলস পার্টি |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাতিনি শাহ জিউনার পীর সাইদ মেহবুব আলম শাহের সাজ্জাদা নাশীন এর (বংশীয় বংশধর)।[১][২] পেশায় কৃষিবিদ, মাখদুম সাইয়ীদ ফয়সাল সালেহ হায়াত আইন বিভাগে স্নাতকোত্তর এবং কিংস কলেজ লন্ডন থেকে ব্যবসায় প্রশাসনে ডিপ্লোমা অর্জন করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনামাখদুম সাইয়ীদ ফয়সাল সালেহ হায়াত ১৯৭৭-৭৭, ১৯৮৮-১৯৯০, ১৯৯০-১৯৯৩, ১৯৯৩-১৯৯৬, ২০০২-২০০৭ এবং ২০০৮-২০১২ মেয়াদে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
১৯৯০ সালের নির্বাচনে তার ভাই আসাদ হায়াতও এনএ৮৬ ঝাং থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
মাখদুম সাইয়েদ ফয়সাল সালেহ হায়াত ১৯৭৯ সালে পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি পিপিপি টিকিটে এমএনএ নির্বাচিত হন, পরে পিপিপি-প্যাট্রিয়টস গঠন করেন এবং পিএমএল-কিউতে যোগ দেন। তিনি অসংখ্য মন্ত্রণালয়ে ফেডারেল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন যার মধ্যে রয়েছে বাণিজ্য (১৯৮৮-৯০), পরিবেশ, আবাসন ও কাজ, অভ্যন্তরীণ (২০০২-০৪), এবং কাশ্মীর বিষয়ক।
২০১৩ সালে সেচের পানি চুরির অভিযোগে তার মনোনয়নপত্র প্রত্যাখ্যান করা হয়।[১][২][৩]
পাকিস্তানি ফুটবলের সামন্তপ্রভু
সম্পাদনাহায়াত বর্তমানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি এবং ফিফার কৌশলগত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৩ সাল থেকে এই পদে রয়েছেন, এবং তাকে "পাকিস্তানি ফুটবলের সামন্তপ্রভু" হিসেবে বর্ণনা করা হয়েছে।[৪] তার বিতর্কিত মেয়াদে পাকিস্তানের ফিফা র্যাঙ্কিং ২০০৩ সালে ১৬৮ থেকে ২০১৭ সালে ২০১-এ নেমে এসেছে।[৫] ২০১৭ সালের জুন মাসে পিএফএফের ২৬ জন সদস্যের মধ্যে ১৮ জন ফয়সাল সালেহ হায়াতকে অযোগ্যতা ও তহবিল আত্মসাতের জন্য বরখাস্ত করার পক্ষে ভোট দেন।[৬] ২০১৭ সালের জুলাই মাসে ফিফা হুমকি দেয় যে, যদি তারা ফুটবল বিষয়ক বিষয়গুলো তার নির্বাচিত রাষ্ট্রপতি ফয়সাল সালেহ হায়াতের হাতে তুলে দিতে অস্বীকার করে, তাহলে তারা পিএফএফের সদস্যপদ স্থগিত করবে।[৭][৮]
দুর্ঘটনা
সম্পাদনা২০১৭ সালের মে মাসে ফয়সাল সালেহ হায়াত ফয়সালাবাদের কাছে একটি সড়ক দুর্ঘটনায় (যখন তার গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা খায়) আহত হন।[৯][১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ ECP rejects Faisal Saleh Hayat’s nomination papers, Tribune.com.tk, 4 April 2013
- ↑ ক খ ECP rejects nomination papers of Faisal Saleh Hayat, Abid Imam, Dawn.com, 4 April 2013
- ↑ Election: Faisal Saleh Hayat, Abid Imam disqualified for stealing water, Geo.tv, 4 April 2013
- ↑ "Faisal Saleh Hayat: The feudal lord of Pakistani football"। ৮ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ FIFA.com
- ↑ PFF removes Faisal Saleh Hayat as president over embezzlement: report, Tribune.com.tk, 17 June 2015
- ↑ FIFA threatens to suspend Pakistan Football Federation, Geo.tv, 12 July 2017
- ↑ PFF headquarters should be handed over to Faisal Group: Kaleemullah, Thenews.co.uk, 14 July 2017
- ↑ Kashif Hussain, PPP leader Faisal Saleh Hayat injured in road accident near Faisalabad, Dawn.com, 4 May 2017
- ↑ PPP leader Faisal Saleh Hayat injured in road accident, Geo.tv, 4 May 2017