ফতেহালি পালেজওয়ালা

ভারতীয় রাজনীতিবিদ

ফতেহালি পালেজওয়ালা (৬ জুন ১৯১১ - ৩০ সেপ্টেম্বর ১৯৯৫) [] একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি গুজরাত বিধানসভার তৃতীয় স্পিকার ছিলেন।

ফতেহালি পালেজওয়ালা
গুজরাত বিধানসভার স্পিকার
কাজের মেয়াদ
১৯৬২-১৯৬৭
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১১-০৬-০৬)৬ জুন ১৯১১
মৃত্যু৩০ সেপ্টেম্বর ১৯৯৫(1995-09-30) (বয়স ৮৪)

পালেজওয়ালা ১৯ মার্চ ১৯৬২ থেকে ১৭ মার্চ ১৯৬৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। [] তিনি হুসেইনুউদ্দিন নূরুদ্দিন পালেজওয়ালার দ্বিতীয় পুত্র ছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Fatehali Huseinuddin Palejwala"Geni (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২ 
  2. "Speakers of Gujarat Vishansabha"Gujarat Assembly। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।