ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ
ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ[২] বাংলাদেশের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভ্যন্তরে ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে অবস্থিত একটি কলেজ। এটি ১৯৭০ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে স্থাপিত হয়। এটি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত হচ্ছে।[৩]
ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ | |
---|---|
ঠিকানা | |
১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড , | |
তথ্য | |
ধরন | ডিগ্রি কলেজ |
প্রতিষ্ঠাকাল | ১৯৭০ |
বিদ্যালয় বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় |
কর্তৃপক্ষ | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সভাপতি | রেজাউল করিম চৌধুরী[১] |
অধ্যক্ষ | নঈম উদ্দীন হাসান তিবরিজি (ভারপ্রাপ্ত) |
অনুষদ | বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক, কারিগরি |
শ্রেণি | উচ্চ মাধ্যমিক ও স্নাতক |
লিঙ্গ | সহশিক্ষা |
শিক্ষার্থী সংখ্যা | ১৩৬৮ জন |
ক্যাম্পাস | সিটি কর্পোরেশন |
ক্রীড়া | দড়িখেলা, ভলিবল, ব্যাটমিন্টন, বিতর্ক প্রতিযোগিতা |
ওয়েবসাইট | https://fccdc.edu.bd/ |
প্রতিষ্ঠা ও অবস্থান
সম্পাদনাএ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৭০ সালে এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্গত ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ চৌধুরীহাটের পশ্চিম পাশে অবস্থিত।[৪]
শিক্ষা-কার্যক্রম
সম্পাদনাপ্রতিষ্ঠালগ্নে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি শুধু উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগ খোলা হয়েছিল। বর্তমানে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ এবং কারিগরি বিভাগ চালু রয়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটিকে ডিগ্রি (পাস) কলেজে রূপান্তর করা হয় এবং বিবিএস ও বিএসএস কোর্স চালু করা হয়। ২০১৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ শিক্ষাপ্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভা"। ABNEWS24। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩১।
- ↑ "ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ · CRR9+76W, 4335, বাংলাদেশ"। ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ · CRR9+76W, 4335, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০২।
- ↑ "ফতেয়াবাদ-ডিগ্রি-কলেজ-কে-চট্টগ্রাম-সিটি-কর্পোরেশন-কর্তৃক-অধিগ্রহণের-বিষয়ে-পরিদর্শনপূর্বক-মতামতসহ-প্রতিবেদন-প্রেরণ।-"। www.shed.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩১।
- ↑ "Fateyabad City Corporation Degree College | Home Page"। fccdc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০২।
- ↑ "ফতেয়াবাদ-ডিগ্রি-কলেজ-কে-চট্টগ্রাম-সিটি-কর্পোরেশন-কর্তৃক-অধিগ্রহণের-বিষয়ে-পরিদর্শনপূর্বক-মতামতসহ-প্রতিবেদন-প্রেরণ।-"। www.shed.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩১।