ফতেপুর ইউনিয়ন, জৈন্তাপুর
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার একটি ইউনিয়ন
ফতেহপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
ফতেহপুর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে ফতেপুর ইউনিয়ন, জৈন্তাপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৮′৩৬.০০১″ উত্তর ৯২°১′২৩.০০২″ পূর্ব / ২৪.৯৭৬৬৬৬৯৪° উত্তর ৯২.০২৩০৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | জৈন্তাপুর উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৬০ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আব্দুর রশিদ |
আয়তন | |
• মোট | ৪,০৫৬ হেক্টর (১০,০২৩ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৪,৭৬৬ |
• জনঘনত্ব | ৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৫৩ ৪৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপূর্বে কানাইঘাট উপজেলা, পশ্চিমে গোয়াইনঘাট উপজেলা, উত্তরে চিকনাগুল ইউনিয়ন এবং দক্ষিণে দরবস্ত ইউনিয়ন। উপজেলা হতে সড়কপথে দুরত্ব ১৮কিঃ মিঃ।
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন: ৩০ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা: ৩৩,০০০ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৬০%।
শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: সরকারী ৫টি, বেসরকারী ৩টি
- নিমণ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: ১টি।
- মাদ্রাসার সংখ্যা: আলীয়া ১টি, কওমী ১৩টি
- ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা: মসজিদ ৪৭টি, মন্দির ৫টি
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- মোঃ রফিক আহমদ
নং | নাম | মেয়াদ |
---|---|---|
১ | মৌলানা মসদ্দর আলী | |
২ | ইয়াকুব আলী | |
৩ | আজিজুর রহমান | |
৪ | মোঃ আব্দুল্লাহ | |
৫ | আব্দুল মতিন | |
৬ | রহমত উল্লাহ | |
৭ | আব্দুল মতিন | |
৮ | কুদ্রত উল্লাহ | |
৯ | আব্দুর রশিদ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক নজরে ফতেহপুর ইউনিয়ন পরিচিতি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "জৈন্তাপুর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |