ফতেপুর ইউনিয়ন, গোয়াইনঘাট
ফতেপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
ফতেপুর | |
---|---|
ইউনিয়ন | |
৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে ফতেপুর ইউনিয়ন, গোয়াইনঘাটের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৯′৩৫.০০২″ উত্তর ৯১°৫৭′৩৮.০০২″ পূর্ব / ২৪.৯৯৩০৫৬১১° উত্তর ৯১.৯৬০৫৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোয়াইনঘাট উপজেলা |
আয়তন | |
• মোট | ৪,০৭৮ হেক্টর (১০,০৭৮ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ১৯,৯১৫ |
• জনঘনত্ব | ৪৯০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৩.০১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৪১ ২১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাসিলেট জেলার তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থান থেকে মাত্র ৬ কি: মি: পশ্চিমে এই ইউনিয়নের অবস্থান। উত্তরে কাপনা নদী, দক্ষিণে চিকনাগুল পাহাড়, গুলনী চা বাগান, গোয়াইনঘাট সদরের সীমানা, পূর্বে জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়ন এবং পশ্চিমে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন। এই ইউনিয়নের পূর্বে তামাবিল বিশ্ব রোড থেকে পশ্চিমে বিমান বন্দর পযর্ন্ত ইউনিয়নের মধ্য দিয়ে রাস্তাটি বয়ে গেছে।
ইতিহাস
সম্পাদনাগোয়াইনঘাট উপজেলার এক সুন্দর ইউনিয়ন ফতেপুর। এই ইউনিয়নের নামকরণ করা হয়েছিল তৎকালীন জৈন্তা রাজা জয় মানিক সিং এর বোন ফতেখার নামের সাথে মিল রেখে ফতেপুর। এক সময় ফতেপুর ইউনিয়ন বিশাল বড় এরিয়া নিয়ে গঠিত ছিল। বর্তমান জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন ও চিকনাগুল ইউনিয়ন অতীতে এই ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন:- ৯৬৭৯ একর। মোট লোক সংখ্যা:- প্রায় ২৫,০০০ জন। পুরুষ, ৭৯৪৫জন। মহিলা, ৭৫৮৯ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ২৩.০১%
শিক্ষা প্রতিষ্ঠান:
- এম সাইফুর রহমান টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ।
- বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়।
- হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়।
- চৌগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
- গোসাইনপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
- ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- নয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- ফতেপুর ২য় খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ফতেপুর ৫ম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- গুসাইনপুর প্রাথমিক বিদ্যালয়।
- বিন্নাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- গুলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মহিষখেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- জামেয়া ইসলামিয়া এশায়াতুল উলূম ফতেপুর।
- জামেয়া ইসলামিয়া বিন্নাকান্দি আবিদিয়া মাদরাসা।
- হযরত ওমর বিন খাত্তাব (রাঃ) গুলনী মাদরাসা।
- বাহাউদ্দিন রহমানিয়া চৌগ্রাম মাদরাসা।
- বাংলা বাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসা।
- বাংলা বাজার রহমানিয়া মহিলা মাদরাসা।
- ফতেপুর মহিলা মাদরাসা।
দর্শনীয় স্থান
সম্পাদনা- রাতারগুল সোয়াম্প ফরেস্ট
- গুলনী চা বাগান
- ফতেপুর চা বাগান
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- মোঃ মিনহাজ উদ্দিন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গোয়াইনঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
- ↑ "ফতেপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১।