ফটোওয়াকিং হল ক্যামেরা নিয়ে পথে-পথে হেঁটে আলোকচিত্রী এবং দর্শকের কাছে আকর্ষণীয় হতে পারে এমন যে কোন ধরনের আলোকচিত্রগ্রহনের প্রক্রিয়া।[]

বাংলাদেশের পুরান ঢাকায় একটি ফটোওয়াক।

এটি প্রায়ই ক্যামেরা ক্লাব, অনলাইন ফোরাম বা বাণিজ্যিক প্রতিষ্ঠান আয়োজিত, কখনও কখনও ভ্রমণ আকারে সংগঠিত সাম্প্রদায়িক কার্যকলাপ হিসেবে সম্পাদিত হয়ে থাকে। মাঝে-মাঝে আলোকচিত্রগ্রহণ দক্ষতার বদলে তথ্যচিত্র আলোকচিত্রের কোন নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করাই এর মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।

যদিও পথ আলোকচিত্রগ্রহনের সাথে ফটোওয়াকিংয়ের বিশেষভাবে পার্থক্য রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফটোওয়াকিং"wordaz.com। wordaz.com। সংগ্রহের তারিখ এপ্রিল ০৭, ২০১৫Photowalking is the act of walking with a camera for the main purpose of taking pictures of things that the photographer may find interesting.  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা