ফখর-উন-নিসা (মৃত্যু ১৫০১) ছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর এবং তার সম্রাজ্ঞী সহধর্মিণী আয়েশা সুলতান বেগমের জ্যেষ্ঠ সন্তান হিসেবে একজন মুঘল রাজকন্যা। []

ফখর-উন-নিসা ১৫০১ সালে সমরকন্দে উনিশ বছর বয়সী বাবর এবং তার প্রথম স্ত্রী আয়েশা সুলতান বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তার জন্মের পর, তাকে ফখর-উন-নিসা ("নারীর গৌরব") নাম দেওয়া হয়েছিল। [] রাজকুমারী তার জন্মের এক মাস বা চল্লিশ দিন পর মারা যান এবং তার মৃত্যু বাবরকে সবচেয়ে বেশি শোকাহত করে কারণ তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Lal, Ruby (২০০৫)। Domesticity and Power in the Early Mughal World। Cambridge University Press। পৃষ্ঠা 113আইএসবিএন 9780521850223 
  2. Calcutta Review, Volumes 104-105। University of Calcutta। ১৮৯৭। পৃষ্ঠা 5।