ফখর-উন-নিসা
ফখর-উন-নিসা (মৃত্যু ১৫০১) ছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর এবং তার সম্রাজ্ঞী সহধর্মিণী আয়েশা সুলতান বেগমের জ্যেষ্ঠ সন্তান হিসেবে একজন মুঘল রাজকন্যা। [১]
ফখর-উন-নিসা ১৫০১ সালে সমরকন্দে উনিশ বছর বয়সী বাবর এবং তার প্রথম স্ত্রী আয়েশা সুলতান বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তার জন্মের পর, তাকে ফখর-উন-নিসা ("নারীর গৌরব") নাম দেওয়া হয়েছিল। [২] রাজকুমারী তার জন্মের এক মাস বা চল্লিশ দিন পর মারা যান এবং তার মৃত্যু বাবরকে সবচেয়ে বেশি শোকাহত করে কারণ তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Lal, Ruby (২০০৫)। Domesticity and Power in the Early Mughal World। Cambridge University Press। পৃষ্ঠা 113। আইএসবিএন 9780521850223।
- ↑ Calcutta Review, Volumes 104-105। University of Calcutta। ১৮৯৭। পৃষ্ঠা 5।