ফকার এফ২৭ ফ্রেন্ডশিপ

(ফকার এফ ২৭ ফ্রেন্ডশিপ থেকে পুনর্নির্দেশিত)

ফকার এফ ২৭ ফ্রেন্ডশিপ হল ডাচ কোম্পানি ফকারের তৈরী দুইটি টার্বোপ্রপ ইঞ্জিনবিশিষ্ট স্বল্প পাল্লার ছোট আকারের বিমান। এই বিমানটি সাধারনত ৪৮ থেকে ৫৬ জন যাত্রী বহন করতে সক্ষম।[] ১৯৫৫ সাল থেকে আজ পর্যন্ত এই বিমানটি বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিতে ব্যবহৃত হয়ে আসছে। ফকার কোম্পানি প্রায় ৫৮৬ টি এফ ২৭ তৈরী করার পর ১৯৮৭ সালে এর উৎপাদন বন্ধ করে দেয়।

ফকার এফ ২৭ ফ্রেন্ডশিপ
ভূমিকা যাত্রী পরিবহন বিমান
উৎস দেশ নেদারল্যান্ডস
নির্মাতা ফকার
প্রথম উড্ডয়ন ২৪ নভেম্বর ১৯৫৫
প্রবর্তন ১৯ নভেম্বর ১৯৫৮
অবস্থা পরিসেবায় নিয়োজিত, উৎপাদন বন্ধ
নির্মিত হচ্ছে ১৯৫৫-১৯৮৭
নির্মিত সংখ্যা ৫৮৬
রূপভেদ ফেয়ারচাইল্ড এফ ২৭/ এফএইচ ২২৭
উদ্ভূত বিমান ফকার ৫০

এই বিমানটি পঞ্চাশের দশকের ব্যবসা সফল বিমান ম্যাকডোনাল ডগলাস ডিসি-৩ কে প্রতিস্থাপন এবং একই প্রকারের অন্যান্য কিছু বিমানের সাথে প্রতিযোগিতার জন্য নকশা করা হয়েছিল। প্রথমদিকে বিমানটি রোলস রয়েস ইঞ্জিন দিয়ে ২৮ জন যাত্রী জন্য নকশা করা হয়েছিলো কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সময়ে নকশায় পরিবর্তন করে এর ধারনক্ষমতা ক্ষেত্রবিশেষে ৫৬ পর্যন্ত উন্নিত করা হয়।

দূর্ঘটনা

সম্পাদনা

৫ আগস্ট, ১৯৮৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংযুক্ত এ বিমানটি চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে দূর্ঘটনায় বিধ্বস্ত হয়। ৪৫ জন আরোহী ও ৪ জন ক্রু’র সকলেই নিহত হন। বিমানটি পরিচালনা করছিলেন দেশের প্রথম নারী পাইলট কানিজ ফাতেমা রোকসানা[]

সবিস্তর বিবরণী (এফ.২৭)

সম্পাদনা
 
২০১২-এ থাই নৌবাহিনীর এফ২৭-৪০০এম
 
এফ২৭ রোলস রয়েস ডার্ট
 
জয়েনসু বিমানবন্দর-এ ফিনীয় বিমান বাহিনীর এফ২৭-৪০০এম

[] থেকে তথ্য

সাধারণ বৈশিষ্ট্য

  • ক্রু: ২ বা ৩
  • ধারণক্ষমতা: ৪৮-৫৬জন যাত্রী
  • দৈর্ঘ্য: ২৫.০৬ মি (৮২ ফু ৩ ইঞ্চি)
  • ডানার মোট বিস্তার: ২৯ মি (৯৫ ফু ২ ইঞ্চি)
  • Height: ৮.৭২ মি (২৮ ফু ৭ ইঞ্চি)
  • উইং এলাকা: ৭০ মি (৭৫০ ফু)
  • খালি অবস্হায় ওজন: ১১,২০৪ কেজি (২৪,৭০১ পা)
  • Max takeoff weight: ১৯,৭৭৩ কেজি (৪৩,৫৯২ পা)
  • Powerplant: 2 × রোলস-রয়েস ডার্ট এমকে.৫৩২-৭ দুই-পর্যায়ের কেন্দ্রাতিগ সংকোচকারী টারবোপপ, ১,৬৭৮ কিওয়াট (২,২৫০ অশ্বশক্তি) each

Performance

  • Cruising speed: ৪৬০ কিমি/ঘ (২৮৬ মা/ঘ; ২৪৮ নট)
  • Range: ২,৬০০ কিমি (১,৬১৬ মা; ১,৪০৪ নটিক্যাল মাইল)
  • Rate of climb: ৭.৩৭ মি/সে (১,৪৫১ ft/min)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Green, William, The Observers Book of Aircraft, Frederick Warne & Co. Ltd, 1970. আইএসবিএন ০-৭২৩২-০০৮৭-৪
  2. AROUND THE WORLD; 49 Die in Bangladesh As Plane Plunges

বহিঃসংযোগ

সম্পাদনা