প্রাঞ্জল শইকীয়া
প্রাঞ্জল শইকীয়া (ইংরেজি: Pranjal Saikia; অসমীয়া: প্রাঞ্জল শইকীয়া) অসমের চলচ্চিত্র ও মঞ্চ জগতের একজন প্রসিদ্ধ অভিনেতা। তাছাড়াও তিনি প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক। বর্তমানে তিনি ৩০টি অসমীয়া চলচ্চিত্র ও বহুসংখ্যক অসমীয়া নাটকে অভিনয় করেছেন।৷
প্রাঞ্জল শইকীয়া | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্র পরিচালক |
অভিনীত অসমীয়া চলচ্চিত্র
সম্পাদনা- ফাগুনী
- উপপথ
- আজলী নবৌ
- প্রিয়জন
- সোন মইনা
- এই দেশ মোর দেশ
- প্রতিমা
- মন মন্দির
- প্রতিদান
- পিতা-পুত্র (চলচ্চিত্র)
- ময়ুরী
- ভাই-ভাই
- পাহারী কন্যা
- প্রভাতী পখীর গান
- উর্বশী
- পানী
- যৌবনে আমনি করে
- রাগ-বিরাগ
- হিয়া দিয়া নিয়া
- অনল
- দাগ
- অন্য এক যাত্রা
- নায়ক
- চক্রবেহু
- ককাদেউতা নাতি আরু হাতী (১৯৮৪)
- হালধীয়া চরায়ে বাওধান খায় (১৯৮৭)
- প্রতিদান
- জয়মতী (২০০৬)
- কালসন্ধ্যা (১৯৯৭)
- বিধাতা
অভিনীত নাটক
সম্পাদনা- টেক্সী ড্রাইভার
- সাকোঁ
- সিরাজ
- কারেঙে লিগিরী
- নিমাতী কন্যা
- জন্মভূমি আদি