প্রাইভেট প্র্যাকটিস (বাংলা চলচ্চিত্র)
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার চলচ্চিত্র
প্রাইভেট প্র্যাকটিস হলো ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার হাস্যরাত্মক চলচ্চিত্র। ছবিটি পরিচলনা করেছেন পান্না হোসেন এবং অংশুমান গুপ্ত, ঐশ্বর্য বসু, রামপ্রসাদ বণিক, মৃণাল মুখার্জী, রাত্রি গোস্বামী, মানসী সিনহা শহ আরো অনেকে এতে অভিনয় করেছেন।[১]
প্রাইভেট প্র্যাকটিস | |
---|---|
পরিচালক | পান্না হোসেন |
প্রযোজক | মধুসূদন তরফদার |
শ্রেষ্ঠাংশে | অংশুমান গুপ্ত ঐশ্বর্য বসু |
সুরকার | সন্দীপ কর |
মুক্তি | ২০১১ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- শঙ্করকিঙ্কর গঙ্গোপাধ্যায় চরিত্রে অংশুমান গুপ্ত
- উমা চরিত্রে ঐশ্বর্য বসু
- শঙ্করকিঙ্করের মামা, গুণধর চক্রবর্তী চরিত্রে রমাপ্রসাদ বণিক
- শঙ্করকিঙ্করের বাবা, হরকিঙ্কর গঙ্গোপাধ্যায় চরিত্রে মৃণাল মুখার্জী
- রাত্রি গোস্বামী
- শঙ্করকিঙ্করের মা, গৌরী দেবী চরিত্রে মানসী সিনহা
- কল্যাণ চ্যাটার্জী
- নিকুঞ্জ সামন্ত চরিত্রে রমেন রায় চৌধুরী
- অশোক মুখার্জী
- মনোয়ার আফতাব
- সতু মজুমদার
- পবন শর্মা
সংগীত
সম্পাদনা- সে বড়োই হ্যান্ডসম – দিয়া
- প্রথম দেখাতেই মন উড়ে গেল – সপ্তক ভট্টাচার্য
- বৃথা কেন এতো হানা হানি – সপ্তক ভট্টাচার্য ও মধুরা ভট্টাচার্য
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Anshuman's private practice - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১১।