প্রভাসচন্দ্র দে
প্রভাসচন্দ্র দে (১৮৮৫ - ১৯৫৪) ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।[১]
বিপ্লবী প্রভাসচন্দ্র দে | |
---|---|
জন্ম | ১৮৮৫ |
মৃত্যু | ১৯৫৪ |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত |
রাজনৈতিক দল | অনুশীলন সমিতি |
আন্দোলন | ভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন |
পিতা-মাতা |
|
জন্ম
সম্পাদনাযোগেন্দ্রনাথ দে'র পুত্র, প্রভাষচন্দ্র দে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯০৪ সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বৃত্তিসহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯০৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন।[২]
সহপাঠী ও পরবর্তীকালে বিপ্লবী জ্যোতিষচন্দ্র ঘোষের মাধ্যমে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত হন। আত্মশক্তি ও স্বদেশীর ভাবধারা তাঁর আত্মায় এমনভাবে প্রবেশ করেছিল যে, তিনি রঘুনাথ বন্দ্যোপাধ্যায়, নিবারণ ভট্টাচার্য প্রমুখের সঙ্গে মিলে আত্মোন্নতি সংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে কলকাতার অন্যতম প্রধান বিপ্লবী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে, যখন তিনি নিজে থেকে আইন অনুশীলন শুরু করেন, পুলিশ তার বিপ্লবী যোগসূত্র সন্দেহ করে তাকে হয়রানি করতে থাকে, যা তাকে এই অনুশীলন ছেড়ে দিতে বাধ্য করে।[৩][৪]
স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ
সম্পাদনাশহরের কোলাহল থেকে দূরে তিনি নবপ্রতিষ্ঠিত ন্যাশনাল স্কুলের শিক্ষক হিসেবে বাংলার প্রত্যন্ত অঞ্চল রংপুরে চলে যান; প্রফুল্ল চাকী, প্রফুল্ল চক্রবর্তী, যদুগোপাল মুখোপাধ্যায় প্রমুখ ভবিষ্যৎ বিপ্লবীদের দীক্ষা দিয়েছিলেন। এরপর তিনি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর কৃষ্ণনগর কলেজ ও কোচবিহারের ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন।
কলকাতার ম্যান্টন কোম্পানির কাছ থেকে অস্ত্র লুটের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৯১৬ সালের ১০ জুলাই ভারত প্রতিরক্ষা আইনে কোচবিহার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ১৯২০ সালে সাধারণ ক্ষমার অংশ হিসেবে মুক্তি পেয়ে তিনি কলকাতার রিপন কলেজ ও মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে অবসর গ্রহণের আগ পর্যন্ত ইংরেজির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://sri-aurobindo.co.in/images/other/item_00940_e.htm
- ↑ https://sri-aurobindo.co.in/images/other/item_00890_e.htm
- ↑ বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান। ১ (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪১৮। আইএসবিএন 978-8179551356।
- ↑ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৪।
- ↑ https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?4658