প্রভাবতী বসু (বিপ্লবী)

প্রভাবতী বসু ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

প্রভাবতী বসু
জন্ম
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
রাজনৈতিক দলভারতীয় কংগ্রেস, যুগান্তর দল
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
দাম্পত্য সঙ্গীসুধীর বসু
পিতা-মাতা
  • সূর্য সোম (পিতা)
  • বগলাসুন্দরী সোম (মাতা)

রাজনৈতিক জীবন

সম্পাদনা

প্রভাবতী বসু ময়মনসিংহের কংগ্রেস নেতা সূর্য সোমের কন্যা এবং কংগ্রেসের বিশিষ্ট কর্মী সুধীর বসুর স্ত্রী ছিলেন। তিনি ১৯২১ সাল থেকে ময়মনসিংহের কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সেখানকার মহিলাদের কংগ্রেসে যোগদানের প্রেরণা দেন। কংগ্রেসের সব আন্দোলনেই তিনি অংশগ্রহণ করেন। পরে তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। ময়মনসিংহের বিপ্লবী যুগান্তর-দলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। ১৯৩০ সালে বিপ্লবীদের নিষিদ্ধ জিনিস ও কাগজপত্র তাঁর হেপাজতে রাখা হত।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২৩২। আইএসবিএন 978-81-85459-82-0