প্রবেশদ্বার:মহীনের ঘোড়াগুলি
মহীনের ঘোড়াগুলি প্রবেশদ্বার -মহীনের ঘোড়াগুলি কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সঙ্গীত ব্যন্ড। এটি ভারতের প্রথম রক ব্যান্ড যা ১৯৭০-এর দশকের মাঝ পর্বে কলকাতায় যাত্রা শুরু করে। একদল ক্ষ্যাপা সঙ্গীতশিল্পী সহকারে নব্বই দশকের পর তারা ব্যাপকভাবে ভারতীয় রক যুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক প্রভাবশালী সঙ্গীতদল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে। লাতিন, রক, লোক, বাউল বিভিন্ন সঙ্গীত ধারায় নিরীক্ষামূলক কাজ এবং এসবের প্রভাবের মিশ্রণ থাকায় এই সঙ্গীত দলকে যে কোনো একটি সঙ্গীত শৈলী অনুসারে শ্রেণীভুক্ত বা আলাদা করা কঠিন হবে। তবে বাউল সঙ্গীত এবং বাংলা রক ধারায় লোক ঐতিহ্যের স্বাধীনচর্চার কারণে মহীনের ঘোড়াগুলিকে লোক-রক সঙ্গীত ব্যান্ড বলা যেতে পারে।
নির্বাচিত নিবন্ধ -গৌতম চট্টোপাধ্যায় (জুন ১, ১৯৪৮ - জুন ২০, ১৯৯৯) ছিলেন একজন বাঙালি সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার, থিয়েটার ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা এবং নৃতাত্তিক, যিনি মহীনের ঘোড়াগুলি ফোক-রক ব্যন্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচত। ১৯৬০-এর দশকে প্রেসিডেন্সি কলেজে মনোবিজ্ঞান বিষয়ে অধ্যয়নকালীন সময়ে তার অ্যাংলো-ইন্ডিয়ান বন্ধুদের নিয়ে দ্য আর্জ নামে একটি ব্যন্ড গঠন করেন তিনি। ১৯৬৯-৭০ সালের দিকে নকশাল আন্দোলনের সাথে গৌতম মনেপ্রাণে জড়িত হয়ে পড়েন। ফলে তিনি গ্রেপ্তার ও নির্যাতিত হন। এরপর তাকে রক্তাত্ত অবস্থায় পুলিম লক-আপে পাওয়া যায়। যদিও এতো নির্যাতনের পরও তিনি কোন প্রকার তথ্য প্রকাশ করেন নি। জীবনমুখী গানের ধারার আদিস্রষ্টা। ১৯৯৯ সালে মৃত্যুবরন করেন। চিত্র স্বীকৃতি: অজানা
নির্বাচিত গান -সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক অ্যালবামে রঞ্জন ঘোষাল, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়ের সমন্বিত লেখা গান হায় ভালোবাসি মুক্তির পর পরিচিতি লাভ করে। এতে কণ্ঠ দেন তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়। নির্বাচিত অ্যালবাম -সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক বাংলা স্বাধীন রক সঙ্গীত দল মহীনের ঘোড়াগুলির প্রথম স্টুডিও অ্যালবাম। ১৯৭৭ সালে ভারতের গাথনি রেকর্ডস কর্তৃক কলকাতায় এটি মুক্তি পায়। এই অ্যালবামের চতুর্থ গান হায় ভালোবাসি পরবর্তীতে মায়া অ্যালবামে নতুন করে প্রকাশিত হয়।
নির্বাচিত চিত্র -কৃতিত্ব: অজানা রবীন্দ্রসদনে কনসার্টের সময়ে মহীনের ঘোড়াগুলি, ১৯৭৯, বাম থেকে: রাজা ব্যানার্জী, প্রদীপ চট্টোপাধ্যায়, তাপস দাস, প্রণব সেনগুপ্ত, গৌতম চট্টোপাধ্যায় এবং রঞ্জন ঘোষাল। এব্রাহাম মজুমদার এবং বিশ্বনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, যদিও এখানে প্রদর্শিত হন নি।
বিষয়শ্রেণী -
টেমপ্লেট:মহীনের ঘোড়াগুলির একক সম্পর্কিত প্রবেশদ্বার -উইকিমিডিয়া - |