প্রবেশদ্বার:ময়মনসিংহ

ময়মনসিংহের প্রবেশদ্বার ‘ভালুকা’ উপজেলারর ইতিহাস ও পরিচিতি.. ঐতিহাসিক ঘটনা পাল ও সেন শাসনামলে ময়মনসিংহ ও ভালুকা অঞ্চল সামন্ত শাসকের অধীন ছিল। চতুর্দশ শতকে আলাউদ্দিন হোসেন শাহের আমলে এ অঞ্চল মুসলিম শাসনাধীনে আসে। ইংরেজ আমলে ময়মনসিংহ অঞ্চলকে কয়েকটি মহকুমায় ভাগ করা হয়। ময়মনসিংহ সদর মহকুমার অন্তর্ভুক্ত হয় ভালুকা থানা এবং পরবর্তীতে এটি উপজেলায় উন্নীত হয়।

মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার আফসার উদ্দিন আহমদ মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে অস্ত্র সংগ্রহ করে পাকবাহিনীর মোকাবিলা করেন। পাকসেনারা ভালুকার মল্লিকবাড়ী, আশকা, তামাট ও ভালুকায় ক্যাম্প স্থাপন করে অসংখ্য নিরীহ মানুষকে নির্যাতন ও হত্যা করে। মুক্তিযুদ্ধে পাকবাহিনী এ উপজেলায় ব্যাপক গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। মুক্তিযুদ্ধে ভালুকার আফসার বাহিনীর সদস্যরা শতাধিক যুদ্ধে অংশগ্রহণ করে। এসবের মধ্যে ভাওয়ালিয়াবাজু, সিডস্টোর, চানপুর, মামারিশপুর, ভালুকা থানা, মল্লিকবাড়ি, চান্দেরাটি ও পারাগাঁও-এ সংঘটিত যুদ্ধসমূহ উল্লেখযোগ্য। ভালুকা বাসস্ট্যান্ডে ১টি স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে।বিস্তারিত দেখুন ভালুকা উপজেলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা ২০২০, খণ্ড ৭।