প্রবেশদ্বার:ফুটবল/নির্বাচিত দল/৭
ইংল্যান্ড জাতীয় ফুটবল দল ইংল্যান্ডের আন্তর্জাতিক ফুটবল খেলার দল এবং ফুটবল এসোসিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত হয়, যা ইংল্যান্ডে ফুটবলের প্রশাসনিক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের অংশ হলেও বিভিন্ন পেশাদারী প্রতিযোগিতার জন্য ইংল্যান্ডের নিজস্ব দল আছে। তবে অলিম্পিক প্রতিযোগিতায় ইংল্যান্ড একা প্রতিনিধিত্ব করেনা, বরং পুরো যুক্তরাজ্য অলিম্পিকে একসাথে অংশগ্রহণ করে। যুক্তরাজ্যের জাতিগুলোর মধ্যে ইংল্যান্ডই সবচেয়ে সফল ফুটবল দল, তারা ৫৪ বার ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে এবং ১ বার ফিফা বিশ্বকাপ জয়লাভ করেছে। তারা অবশ্য কখনো উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়লাভ করতে পারেনি, তবে ২ বার সেমি-ফাইনালে উঠেছিল। ঐতিহাসিকভাবে ইংল্যান্ড ফুটবল দলের চিরপ্রতিদ্বন্দ্বী হচ্ছে স্কটল্যান্ড।