প্রবাল সাগর, সাইপ্রাস
প্রবাল সাগর হল একটি জনপ্রিয় পর্যটন রিসোর্ট যা পেইয়া পৌরসভা থেকে ৬ কিমি দূরে এবং পাফোস শহরের উত্তরে অবস্থিত।
প্রবাল সাগর, সাইপ্রাস | |
---|---|
অবস্থান | পাফোস, সাইপ্রাস |
স্থানাঙ্ক | ৩৪°৫১′১৪″ উত্তর ৩২°২২′১০″ পূর্ব / ৩৪.৮৫৪° উত্তর ৩২.৩৬৯৫° পূর্ব |
মহাসাগর/সমুদ্রের উৎস | ভূমধ্যসাগর |
অববাহিকার দেশসমূহ | সাইপ্রাস |
পৃষ্ঠতল অঞ্চল | ২.৩ কিমি২ (০.৮৯ মা২) |
প্রবাল উপসাগরের উত্তর এবং দক্ষিণ উপকূল পাথুরে অন্তরীপ এবং সমুদ্র গুহা বৈশিষ্ট্যসম্পন্ন, প্রবাল সাগর নিজেই নরম সাদা বালির ক্রিসেন্ট দিয়ে ৬০০ মিটার এলাকা একজোড়া চুনাপাথরের অন্তরীপ দ্বারা আবদ্ধ। [১]
কোরাল বে সমুদ্র সৈকত একটি ইইউ ব্লু ফ্ল্যাগ প্রশংসাপত্র বহন করে যার অর্থ এটি ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত কমিটির প্রয়োজনীয় সমস্ত মান, বিধি ও নিয়ম মেনে চলে।
প্রবাল সাগরের বিস্তৃত অঞ্চলটি পটিমা বে নামে আরও একটি সৈকত ঘিরে রেখেছে। এটি কিসোনারগা গ্রামের সীমানা প্রাচীর থেকে প্রায় ১.৫/১ কিমি দূরে। [তথ্যসূত্র প্রয়োজন] [ উদ্ধৃতি প্রয়োজন ]
আরও দেখুন
সম্পাদনা- এফ্রোডাইট পাহাড়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jepson, Anne (২৪ সেপ্টে ২০০৮)। "Best beaches on Cyprus: Coral Bay, Peyia"। The Daily Telegraph। Telegraph Media Group Limited। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১৪।