প্রবন্ধ কোষ

প্রাচীন গ্রন্থের ভারতীয় সংগ্রহ

প্রবন্ধ-কোষ হল একটি ভারতীয় সংস্কৃত-ভাষার প্রবন্ধের (পৌরাণিক জীবনীমূলক আখ্যান) একটি সংকলন। এটি ১৩৪৯ খ্রিস্টাব্দে জৈন পণ্ডিত রাজশেখর সুরি কর্তৃক প্রণীত হয়েছিল।[][] এতে ১০ জন জৈন পণ্ডিত, ৪ সংস্কৃত কবি, ৭ রাজা এবং ৩ জন জৈন গৃহস্থ সহ ২৪ জনের জীবন বর্ণনা আছে।[] এটি চতুর্বিংশতি প্রবন্ধ নামেও পরিচিত।[]

প্রবন্ধ-কোষ
লেখকরাজশেখর সুরি
মূল শিরোনামप्रबन्धकोश
দেশভারত
ভাষাসংস্কৃত
বিষয়কিংবদন্তী জীবনী সংকলন
ধরনপ্রবন্ধ
প্রকাশনার তারিখ
১৩৪৯ খ্রি

সংকলনের বিষয়বস্তু রাজশেখর তার শিক্ষক তিলকসুরির কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। তিনি মদনসিংহের পৃষ্ঠপোষকতায় দিল্লিতে গ্রন্থটি রচনা করেছিলেন, যার পিতা শ্রী মহমদ শাহী (সম্ভবত মুহাম্মদ তুঘলক) দ্বারা সম্মানিত হয়েছিলেন।[]

সংকলনের কেবল সপ্তম প্রবন্ধ (মল্লবদী-সুরি সম্বন্ধে) সম্পূর্ণরূপে শ্লোক আকারে লেখা; বাকি প্রবন্ধগুলো কথ্য সংস্কৃত গদ্য ব্যবহার করে।[]

বিষয়বস্তু

সম্পাদনা

প্রবন্ধ-কোষে নিম্নলিখিত ব্যক্তিদের ৪,৩০০টি শ্লোক সহ ২৪টি প্রবন্ধ (কাহিনী) রয়েছে:[]

সুরিগণ (জৈন পণ্ডিত)

সম্পাদনা
 
হেমচন্দ্র সুরি
  1. ভদ্রবাহুবরাহ
  2. আরিয়ানন্দিলা
  3. জীবদেব-সুরি
  4. আর্যখাপতা আচার্য
  5. পদলিপ্তাচার্য
  6. সিদ্ধসেন -সুরি ও বৃদ্ধবাদী
  7. মল্লবদী-সুরি
  8. হরিভদ্র -সুরি
  9. বাপ্পভট্টি-সুরি
  10. হেমচন্দ্র -সুরি
  1. হর্ষ
  2. হরিহর
  3. অমরচন্দ্র
  4. মদনকীর্তি

রাজাগণ

সম্পাদনা
  1. সাতবাহন
  2. বঙ্কচুল
  3. বিক্রমাদিত্য
  4. নাগার্জুন
  5. উদয়না
  6. লক্ষ্মণ-সেন (বা লক্ষণ-সেন) কুমারদেব
  7. মদনবর্মণ

জৈন গৃহস্থ/অমাত্যবর্গ

সম্পাদনা
  1. রত্ন-শ্রাবক
  2. অভদা-শ্রাবক
  3. বাস্তুপাল ও তেজপাল

তথ্যসূত্র

সম্পাদনা

গ্রন্থপঞ্জি

সম্পাদনা