প্রদ্যোত রাজবংশ
প্রদ্যোত রাজবংশ (পৃথীভিম ভোক্ষ্যন্তী নামেও ডাকা হয়), [১] একটি প্রাচীন ভারতীয় রাজবংশ, যারা অবন্তী ও মগধের উপর শাসন করেছিল, যদিও অধিকাংশ পুরাণ (ব্রহ্মাণ্ড পুরাণের একটি পাণ্ডুলিপি বাদে) বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বলে যে এই রাজবংশ মগধে বৃহদ্রথ রাজবংশের উত্তরাধিকারী হয়।[২] রাজবংশ ১৩৮ বছর ধরে রাজত্ব করেছিল। [১]
প্রদ্যোত রাজবংশ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
৬৮২ খ্রিস্টপূর্ব–৫৪৪ খ্রিস্টপূর্ব | |||||||||||
রাজধানী | রাজগির | ||||||||||
প্রচলিত ভাষা | সংস্কৃত ভাষা | ||||||||||
ধর্ম | হিন্দু ধর্ম | ||||||||||
সরকার | মনার্কি | ||||||||||
ইতিহাস | |||||||||||
• প্রতিষ্ঠা | ৬৮২ খ্রিস্টপূর্ব | ||||||||||
• বিলুপ্ত | ৫৪৪ খ্রিস্টপূর্ব | ||||||||||
| |||||||||||
বর্তমানে যার অংশ | ভারত |
প্রদ্যোত রাজবংশের প্রতিষ্ঠাতা এবং অবন্তী ও মগধের শাসক। প্রদ্যোত রাজবংশ ছিল দ্বিতীয় রাজবংশ যারা মগধ শাসন করেছিল। প্রদ্যোত ছিলেন পুলিকার (পুনিকা) পুত্র, যিনি তার পুত্রকে রাজা করার জন্য রাজাগৃহে বৃহদ্রথ রাজবংশের রিপুঞ্জয়কে হত্যা করেছিলেন বলে কথিত আছে।
প্রদ্যোত রাজবংশের পূর্বে বৃহদ্রথ রাজবংশ এবং মগধের হরিয়াঙ্ক রাজবংশের স্থলাভিষিক্ত। প্রদ্যোতা ২৩ বছর রাজত্ব করেছেন বলে জানা যায়।[৩]
মেরুতুঙ্গার ভিসারসরেনির মতে (৬৫৯-৬৩৫ খ্রিস্টপূর্বাব্দে) পালকের রাজত্ব শুরু হয়েছিল।[৪] তিনি ছিলেন মগধের চন্দ প্রদ্যোতের পুত্র। [৪] তিনি কোসাম্বি জয় করেছিলেন বলে কথিত আছে।[৩] পালাকা ২৫ বছর রাজত্ব করেছেন বলে জানা যায়।[৩]
বিশাখুপা, আজকা, নন্দীবর্ধন যথাক্রমে ৫০, ২১ ও ২০ বছর রাজত্ব করেছেন বলে জানা যায়।[৩]
উৎপত্তি
সম্পাদনাঐতিহাসিকদের মতে, প্রদ্যোত রাজবংশ অভিরা উপজাতির অন্তর্গত ছিল।[৫]
ডি আর ভান্ডারকর আরও উল্লেখ করেছেন যে প্রদ্যোত রাজবংশ সম্ভবত অভির বংশোদ্ভূত ছিল।[৬]
শাসকদের তালিকা
সম্পাদনাপ্রদ্যোতা রাজবংশের পাঁচজন রাজা ৬৮২ থেকে ৫৪৪ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ১৩৮ বছর রাজত্ব করেছিলেন।
রাজা | রাজত্ব (BCE) | সময়কাল |
---|---|---|
প্রদ্যোতা মহাসেন | ৬৮২-৬৫৯ খ্রিস্টপূর্ব | ২৩ |
পালাকা | ৬৫৯-৬৫৩ খ্রিস্টপূর্ব | ২৪ |
বিশাখায়ূপা | ৬৩৫-৫৮৫ খ্রিস্টপূর্ব | ৫০ |
আজকা | ৫৮৫-৫৬৪ খ্রিস্টপূর্ব | ২১ |
বর্ত্তিবর্ধন | ৫৬৪-৫৪৪ খ্রিস্টপূর্ব | ২০ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Thapar 2013।
- ↑ Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Baratiya Vidya Bhavan, আইএসবিএন ৮১-৭২৭৬-৪১৩-৮, p. 300
- ↑ ক খ গ ঘ Kailash Chand Jain 1972।
- ↑ ক খ Kailash Chand Jain 1991।
- ↑ Chakraberty, Chandra (১৯৯৭)। Racial Basis of Indian Culture: Including Pakistan, Bangladesh, Sri Lanka and Nepal (ইংরেজি ভাষায়)। Aryan Books International। আইএসবিএন 978-81-7305-110-4।
- ↑ Śūdraka (১৯৩৮)। Mṛcchakaṭikā, The Little Clay Cart: A Drama in Ten Acts Attributed to King Sūdraka (ইংরেজি ভাষায়)। University of Illinois Press।