প্রথম বীর বল্লাল
প্রথম বীর বল্লাল (রাজত্ব ১১০২ – ১১০৮ খ্রিস্টাব্দ) হোয়সালা সাম্রাজ্যের রাজা হিসেবে এরিয়াঙ্গার স্থলাভিষিক্ত হন। তিনি জৈন বিশ্বাসের অনুসারী ছিলেন। চেঙ্গালভাস ও সান্থারাদের নিজের অধীন করা ছাড়া তাঁর শাসন ছিল সংক্ষিপ্ত ও অঘটনহীন। তিনি পশ্চিমা চালুক্যদের আধিপত্যকে উৎখাত করার কিছু ব্যর্থ চেষ্টা করেন, পরে তিনি চালুক্য ষষ্ঠ বিক্রমাদিত্য-এর নিয়ন্ত্রণে আসেন।
প্রথম বীর বল্লাল | |
---|---|
হৈসল রাজা | |
রাজত্ব | আনু. ১১০২ – আনু. ১১০৮ খ্রিষ্টাব্দ |
পূর্বসূরি | এরিয়াঙ্গা |
উত্তরসূরি | বিষ্ণুবর্ধন |
রাজবংশ | হৈসল সাম্রাজ্য |
ধর্ম | জৈন |
হোয়সল রাজন্যবর্গ (১০২৬-১৩৪৩) | |
দ্বিতীয় নৃপ কাম | (১০২৬-১০৪৭) |
হৈসল বিনয়াদিত্য | (১০৪৭-১০৯৮) |
এরিয়াঙ্গা | (১০৯৮-১১০২) |
প্রথম বীর বল্লাল | (১১০২-১১০৮) |
বিষ্ণুবর্ধন | (১১০৮-১১৫২) |
প্রথম নরসিংহ | (১১৫২-১১৭৩) |
দ্বিতীয় বীর বল্লাল | (১১৭৩-১২২০) |
দ্বিতীয় বীর নরসিংহ | (১২২০-১২৩৫) |
বীর সোমেশ্বর | (১২৩৫-১২৬৩) |
তৃতীয় নরসিংহ | (১২৬৩-১২৯২) |
তৃতীয় বীর বল্লাল | (১২৯২-১৩৪৩) |
হরিহর রায় (বিজয়নগর সাম্রাজ্য) |
(১৩৪২-১৩৫৫) |
সেনের মতে, তাঁর শাসন কাল ছিল ১১০০-১১১০ সাল পর্যন্ত এবং বেলুড় ছিল তার রাজধানী। হালেবিদুতে একটি বিকল্প রাজধানী ছিল।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সেন, শৈলেন্দ্র (২০১৩)। A Textbook of Medieval Indian History। প্রাইমাস বুকস। পৃষ্ঠা ৫৮–৬০। আইএসবিএন 978-9-38060-734-4।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041
পূর্বসূরী এরিয়াঙ্গা |
হৈসল ১১০২–১১০৮ |
উত্তরসূরী বিষ্ণুবর্ধন |