প্রতিরক্ষা মন্ত্রণালয় (সৌদি আরব)
প্রতিরক্ষা মন্ত্রণালয় (আরবি: وزارة الدفاع) হলো সৌদি আরবের একটি মন্ত্রণালয়। যা বাহ্যিক হুমকি থেকে দেশের জাতীয় নিরাপত্তা, স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য রাষ্ট্রের সকল মন্ত্রণালয়ের সাথে কাজ করার জন্য দায়ী।[১] বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী হলেন যুবরাজ খালিদ বিন সালমান আল সৌদ। যিনি ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর এ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এ মন্ত্রণালয়ে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর পাঁচটি পরিষেবা শাখা অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলো হলো: সৌদি আরব সেনাবাহিনী, রাজকীয় সৌদি বিমানবাহিনী, রাজকীয় সৌদি নৌবাহিনী, রাজকীয় সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী এবং রাজকীয় সৌদি কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী।
খালিদ বিন সালমান আল সৌদ, ২০২২ সাল থেকে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী | |
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৪৩ |
যার এখতিয়ারভুক্ত | সৌদি আরব সরকার |
সদর দপ্তর | রিয়াদ |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী | |
ওয়েবসাইট | অফিসিয়াল ইংরেজি ওয়েবসাইট |
২০১৭ সালে, সৌদি আরব সামরিক ব্যয়ের সাথে বিশ্বের তৃতীয় স্থান অর্জন করেছে এবং এখন পর্যন্ত মধ্য প্রাচ্যের বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ।[২][৩] স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান (এসআইপিআরআই) অনুসারে, ৬৯.৪ বিলিয়ন ডলার বরাদ্দকৃত বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০% প্রতিনিধিত্ব করে, সৌদি আরব রাশিয়াকে প্রতিস্থাপন করেছে, যা সামরিক ব্যয়ে চতুর্থ স্থানে রয়েছে।[৪] এসআইপিআরআই আরও বলেছে যে, আধুনিক সরঞ্জামের ভাণ্ডারের দিক থেকে সৌদি আরব পারস্য উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে সুসজ্জিত দেশ।[৫]
ইতিহাস
সম্পাদনা- সামরিক বিষয়ক প্রশাসন - ১৯২৯ সালে, সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ সামরিক সমস্যা মোকাবেলা এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার জন্য সামরিক বিষয়ক প্রশাসন গঠনের জন্য একটি রাজকীয় আদেশ জারি করেছিলেন। সেনাবাহিনী তিনটি ইউনিটে সংগঠিত হয়েছিল: মেশিনগান, পদাতিক এবং আর্টিলারি ইউনিট।[৬]
- প্রতিরক্ষা সংস্থা - সামরিক বিষয়ক প্রশাসন ছাড়াও, সম্প্রসারণ ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তা হিসাবে ১৯৩৪ সালে বাদশাহ আবদুল আজিজের আদেশে প্রতিরক্ষা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে আরও বিচ্ছিন্নতা তৈরি করা হয়েছিল এবং দেশের শহর ও সমুদ্রবন্দরগুলিতে বিতরণ করা হয়েছিল।
- জেনারেল স্টাফ প্রেসিডেন্সি - ১৯৩৯ সালে, জেনারেল স্টাফ প্রেসিডেন্সি সামরিক বিষয়ক প্রশাসনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয় - ১৯৪৩ সালে, প্রতিরক্ষা সংস্থা প্রতিস্থাপন করে প্রতিরক্ষা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল, পরে ১৯৫২ সালে, এর নাম প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয়ে পরিবর্তন করা হয়েছিল।
- প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১১ সালে, প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয় নাম পরিবর্তন করে প্রতিরক্ষা মন্ত্রণালয় নামকরণ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রী
সম্পাদনা- মনসুর বিন আব্দুল আজিজ আল সৌদ (১০ নভেম্বর ১৯৪৩ – ২ মে ১৯৫১)[৭]
- মিশাল বিন আব্দুল আজিজ আল সৌদ (১২ মে ১৯৫১ – ১৯৫৩)
- ফাহাদ বিন সৌদ আল সৌদ (১৯৫৭ – ১৯৬০)
- মুহাম্মদ বিন সৌদ আল সৌদ (১৯৬০ – ২২ অক্টোবর ১৯৬৩)
- সুলতান বিন আবদুল আজিজ (২২ অক্টোবর ১৯৬৩ – ২২ অক্টোবর ২০১১)
- সালমান বিন আবদুল আজিজ (৫ নভেম্বর ২০১১ – ২৩ জানুয়ারি ২০১৫)
- মুহাম্মদ বিন সালমান (২৩ জানুয়ারি ২০১৫ – ২৭ সেপ্টেম্বর ২০২২)
- খালিদ বিন সালমান আল সৌদ (২৭ সেপ্টেম্বর ২০২২ – বর্তমান)
১৯৬৩ সালে সুলতান বিন আবদুল আজিজকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের পর থেকে শক্তিশালী মন্ত্রণালয়টি মাত্র তিনবার হাত বদল হয়েছে এবং আল সুদাইরি গোত্রের বংশধরদের হাতে রয়েছে।
মন্ত্রণালয় তার ধারকদের জন্য উজ্জ্বল ক্যারিয়ারের দিকে পরিচালিত করেছে। বাদশাহ সুলতান বিন আবদুল আজিজ ১৯৮২ সালে দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী হন এবং ২০০৫ সালে যুবরাজ পদে উন্নীত হন। ২০১১ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেন। তার উত্তরসূরি রিয়াদের গভর্নর সালমান বিন আবদুল আজিজ ২০১১ সালে দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী হন এবং ২০১২ সালে যুবরাজ হন। ২০১৫ সালে বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর সালমান বিন সৌদি আরবের সপ্তম বাদশাহ হন।
২০১৫ সালের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোহাম্মদ বিন সালমানের নিয়োগ অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের নাতি এই পদে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ সালের এপ্রিলে মুহাম্মদ বিন সালমান যুবরাজ এবং দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী হন। ২০১৭ সালে, মোহাম্মদ বিন সালমান যুবরাজ পদে উন্নীত হন এবং ২০২২ সালে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ না হওয়া পর্যন্ত এই মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সশস্ত্র বাহিনীর পতাকা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মিশন"। www.mod.gov.sa। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।
- ↑ ব্রাউন, ড্যানিয়েল। "২০১৭ সালে সর্বোচ্চ সামরিক বাজেটের ১৫টি দেশ"। বিজনেস ইনসাইডার। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "প্রতিবেদন: ২০১৭ সালে সামরিক খাতে ব্যয় বিশ্বে তৃতীয় অবস্থানে সৌদি আরব"। মিডল ইস্ট মনিটর (ইংরেজি ভাষায়)। ৩ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।
- ↑ তিয়ান, নান; ফ্লুরান্ট, অড; কুইমোভা, আলেকজান্দ্রা; ওয়েজম্যান, পিটার ডি.; ওয়েজম্যান, সিমন টি. (মে ২০১৮)। "বিশ্ব সামরিক ব্যয়ের প্রবণতা, ২০১৭" (পিডিএফ)। এসআইপিআরআই। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সৌদি আরব, মধ্যপ্রাচ্যে অস্ত্র ও সংঘাত | এসআইপিআরআই"। www.sipri.org। ১৪ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ঐতিহাসিক প্রেক্ষাপট"। www.mod.gov.sa। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন উপমন্ত্রী এবং প্রাক্তন প্রধানগণ"। www.mod.gov.sa। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (আরবি ভাষায়)
- বিশ্ব নিরাপত্তা বিষয়ক প্রতিরক্ষামন্ত্রী