প্রতিভা ভদ্র (রায়)
প্রতিভা ভদ্র (১৬ জুলাই ১৯১৪- ?) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা[১]।
প্রতিভা ভদ্র | |
---|---|
জন্ম | ১৬ জুলাই ১৯১৪ কুমিল্লায় (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত) |
পেশা | রাজনীতিবিদ |
পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা |
উল্লেখযোগ্য কর্ম | অঙ্গনা নামে মাসিক পত্রিকার সম্পাদক |
রাজনৈতিক দল | অনুশীলন সমিতি |
আন্দোলন | 'আইন অমান্য আন্দোলন', ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন |
দাম্পত্য সঙ্গী | হরিকুমার রায়চৌধুরী |
পিতা-মাতা |
|
জন্ম ও পরিবার
সম্পাদনাপ্রতিভা ভদ্র ১৯১৪ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কিন্তু পিতৃভূমি ছিল ঢাকায়। তার পিতার নাম অশ্বিনীকুমার ভদ্র ও মাতার নাম মৃণালিনী ভদ্র। ১৯৪০ সালে হরিকুমার রায়চৌধুরী সাথে বিবাহ হয়।[২]
রাজনৈতিক জীবন
সম্পাদনাপ্রতিভা ভদ্র ১৯২৮-২৯ সালে অনুশীলন সমিতি নামে বিপ্লবী দলের কর্মীদের সাথে বন্ধুত্ব হয়। ১৯২৯ সালের শেষে দলে যোগ দেন। ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনে যোগ দেন। ১৯৩২ সালে গুপ্ত আন্দোলনে যুক্ত ছিলেন। সেই সালে তিনি হিজল জেলে বন্দি হন। ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসুর সাথে কাজ করেছেন। ১৯৪৬ সালে তিনি বিপ্লবী সমাজতন্ত্রী দলের প্রাদেশিক দলের সভ্য ছলেন। ১৯৪৬ সালে ত্রিপুরার দাঙ্গাপীড়িতদের মধ্যে তিনি রিলিফের কাজ করতেন। তিনি অঙ্গনা নামে মাসিক পত্রিকার সম্পাদিকা ছিলেন ১৯৫২ সাল থেকে প্রায় দশ বছর।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী (ঢাকা বইমেলা ২০০৪)। জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম,। ঢাকা: ধ্রুপদ সাহিত্যাঙ্গণ। পৃষ্ঠা ২২০। আইএসবিএন 984-8457-00-3। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য); - ↑ ক খ কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯। কলকাতা: র্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৫৬-১৫৮। আইএসবিএন 978-81-85459-82-0।