প্যাকম্যান (প্যাকেজ ম্যানেজার)
প্যাকম্যান (pacman) প্যাকেজ ম্যানেজারের সংক্ষিপ্ত রূপ, জুড ভিনেত কর্তৃক বিকশিত আর্চ লিনাক্সের একটি প্যাকেজ ম্যানেজার। এটার মূল উদ্দেশ্য আর্চকে তাদের ডিপেন্ডেন্সি ট্র্যাক করতে নিজস্ব প্যাকেজ ম্যানেজার প্রদান করা।[১] এটা সি প্রোগ্রামিং ভাষায় লেখা হয়েছে।[২]
প্যাকম্যান প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে সমস্ত প্যাকেজগুলোর ব্যবস্থাপনা করা হয়। প্যাকম্যান প্যাকেজ ইন্সটলকরন, হালনাগাদ, সরানো ও ডাউনগ্রেড নিয়ন্ত্রণ করে থাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Eugenia Loli (২১ মার্চ ২০০৫)। "Arch Linux: Why It Rocks"। ওএসনিউজ। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭।
- ↑ "প্যাকম্যান"। আর্চউইকি। ৬ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭।