প্যারামাউন্ট পিকচার্স

(প্যরামাউন্ট পিকচার্‌স থেকে পুনর্নির্দেশিত)

প্যারামাউন্ট পিকচার্‌স করপোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র নির্মাণ ও বণ্টনকারী কোম্পানি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জল্‌সে এর সদর দপ্তর অবস্থিত। ১৯১২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সচল স্টুডিও। এই স্টুডিও প্রতিষ্ঠার মাত্র কয়েকমাস পর ইউনিভার্সাল স্টুডিওস প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মিডিয়া কংগ্লোমিরেট প্রতিষ্ঠান ভায়াকম-এর মালিকানাধীন।

প্যারামাউন্ট পিকচার্‌স করপোরেশন
ধরনসহযোগী
শিল্পচলচ্চিত্র
প্রতিষ্ঠাকাললস অ্যাঞ্জেল্‌স, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র (১৯১২)
প্রতিষ্ঠাতাAdolph Zukor উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তর,
মার্কিন যুক্তরাষ্ট্র
প্রধান ব্যক্তি
ব্র্যাড গ্রে, চেয়ারম্যান ও সিইও
ফ্রেডেরিক ডি হান্ট্‌সবেরি, সিওও
আয়বৃদ্ধি $১২০ কোটি (২০১১)
বৃদ্ধি $৩০ কোটি (২০১১)
মালিকভায়াকম
মাতৃ-প্রতিষ্ঠানপ্যরামাউন্ট মোশন পিকচার্‌স গ্রুপ
ওয়েবসাইটwww.paramount.com

বহিঃসংযোগ

সম্পাদনা