পে-মা-গ্সাং-স্ঙ্গাগ্স-ব্স্তান-'দ্জিন
পে-মা-গ্সাং-স্ঙ্গাগ্স-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: pe ma gsang sngags bstan 'dzin) (১৭৩১-১৮০৫) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব (ওয়াইলি: rdzogs chen dpon slob) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাপে-মা-গ্সাং-স্ঙ্গাগ্স-ব্স্তান-'দ্জিন ১৭৩১ খ্রিষ্টাব্দে তিব্বতের রুদাম নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্সাম-'ফেল (ওয়াইলি: bsam 'phel)। 'গ্যুর-মেদ-থেগ-ম্ছোগ-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: 'gyur med theg mchog bstan 'dzin) নামক দ্বিতীয় র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা তাকে নাম-ম্খা'-'ওদ-গ্সাল (ওয়াইলি: nam mkha' 'od gsal) নামক র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধানের পুনর্জন্ম রূপে চিহ্নিত করে এই বিহারে নিয়ে যান। 'গ্যুর-মেদ-ল্হুন-গ্রুব-র্দো-র্জে (ওয়াইলি: 'gyur med lhun grub rdo rje) নামক বৌদ্ধ ভিক্ষু তাকে শ্রমণের শপথ প্রদান করেন। পে-মা-থেগ-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: pe ma theg mchog bstan pa'i rgyal mtshan) নামক দ্বিতীয় ন্যি-স্প্রুল (ওয়াইলি: nyi sprul) উপাধিধারী লামা, স্মিন-গ্লিং-র্গ্যাল-স্রাস-রিন-ছেন-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: smin gling rgyal sras rin chen rnam rgyal), ল্হো-ব্রাগ-থুগ্স-স্রাস-ম্ছোগ-গ্রুব-দ্পাল-'বার (ওয়াইলি: lho brag thugs sras mchog grub dpal 'bar), বার-ব্লা-ব্ক্রা-শিস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: bar bla bkra shis rgya mtsho) প্রভৃতি বৌদ্ধরা তার শিক্ষুক ছিলেন। তিনি একজন মিতবাক ভিক্ষুক ছিলেন যিনি বৌদ্ধ আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইতেন না, সেই কারণে তিনি ব্লা-গ্লেন-মা (ওয়াইলি: bla glen ma) বা অপদার্থ লামা নামে পরিচিত হন, কিন্তু তার জীবনকালেই র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারের সমৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে পৌছায়, যার জন্য তার রহস্যময়তা অনেকাংশে দায়ী বলে মনে করা হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (ডিসেম্বর ২০১১)। "The Second Dzogchen Ponlob, Pema Sangngak Tendzin"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২১।
পূর্বসূরী নাম-ম্খা'-'ওদ-গ্সাল |
পে-মা-গ্সাং-স্ঙ্গাগ্স-ব্স্তান-'দ্জিন দ্বিতীয় র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব |
উত্তরসূরী নাম-ম্খা'-ছোস-ক্যি-র্গ্যা-ম্ত্শো |