পে-মা-'ফ্রিন-লাস (ভুটান)
পে-মা-'ফ্রিন-লাস (তিব্বতি: པདྨ་འཕྲིན་ལས, ওয়াইলি: pe ma 'phrin las) (১৫৬৪-১৬৪২) ভুটানে প্রচলিত তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের প্রথম পে-গ্লিং-র্গ্যাল-স্রাস (ওয়াইলি: pe gling rgyal sras) উপাধিধারী লামা ছিলেন।
জন্ম
সম্পাদনাপে-মা-'ফ্রিন-লাস ১৫৬৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। বিখ্যাত গ্তের-স্তোন পে-মা-গ্লিং-পার (ওয়াইলি: pe ma gling pa) পুত্র জ্লা-বা-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: zla ba rgyal mtshan) তার পিতা ছিলেন। তার মাতা বু-খ্রিদ (ওয়াইলি: bu khrid) ছিলেন ছোস-'খোর (ওয়াইলি: chos 'khor) অঞ্চলে শাসনকর্তার কন্যা। কথিত যে, জ্লা-বা-র্গ্যাল-ম্ত্শান মৃত্যুকালে তার শিষ্য ব্স্তান-'দ্জিন-গ্রাগ্স-পার (ওয়াইলি: bstan 'dzin grags pa) ওপর তার স্ত্রী ও শিশুপুত্রের দায়িত্ব দিয়ে যান[১], ফলে অনেকে ব্স্তান-'দ্জিন-গ্রাগ্স-পাকে পে-মা-'ফ্রিন-লাসের প্রকৃত পিতা বলে দাবী করেন।[২]
কৃতিত্ব
সম্পাদনাপে-মা-'ফ্রিন-লাস ভুটানে বেশ কিছু বৌদ্ধবিহার স্থাপন করেন। এগুলির মধ্যে স্গাং-স্তেং-গ্সাং-স্ঙ্গাগ্স-ছোস-গ্লিং (ওয়াইলি: sgang steng gsang sngags chos gling) বৌদ্ধবিহার এবং স্প্রা-ম্খার-ল্হা-খাং (ওয়াইলি: spra mkhar lha khang) সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। তিনি গ্লিং-স্তোদ (ওয়াইলি: gling stod) এবং গ্লিং-স্মাদ (ওয়াইলি: gling smad) নামক দুই রকমের সংঘ অনুশাসনেরও প্রচলন করেন, যা ভুটানের বিহারগুলিতে বর্তমানেও প্রচলিত রয়েছে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Harding, Sarah (২০০৩)। The Life and Revalations of Pema Lingpa। Ithaca, NY: Snow Lion। আইএসবিএন 1-55939-194-4।
- ↑ ক খ Rigdzin, Karma (এপ্রিল ২০১১)। "The First Gangteng, Pema Trinle"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৩।
পূর্বসূরী -- |
পে-মা-'ফ্রিন-লাস প্রথম পে-গ্লিং-র্গ্যাল-স্রাস |
উত্তরসূরী ব্স্তান-'দ্জিন-লেগ্স-পা'ই-দোন-গ্রুব |