পেশোয়ার উপত্যকা
পেশোয়ার উপত্যকা ( পশতু: د لوی پېښور وادي ; উর্দু: وادئ پشاور ), বা পেশোয়ার অববাহিকা, যা ঐতিহাসিকভাবে গান্ধার উপত্যকা নামে পরিচিত, একটি বিস্তৃত এলাকা যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত। উপত্যকাটি ৭,১৭৬ কিমি২ (২,৭৭১ মা২) এলাকায় বিস্তৃত, এবং কাবুল নদী একে অতিক্রম করেছে। এটির গড় উচ্চতা ৩৪৫ মিটার (১,১৩২ ফু) । [১] উপত্যকাটির নাম পেশোয়ার শহর থেকে নেওয়া হয়েছে, যা ওয়ারসাক বাঁধের কাছে উপত্যকার পশ্চিম অংশে অবস্থিত। উপত্যকাটির পশ্চিমে খাইবার গিরিপথ রয়েছে। উপত্যকাটির সবচেয়ে জনবহুল পাঁচটি শহর হল পেশোয়ার, মর্দান, সোয়াবি, চরসাদ্দা এবং নওশেরা ।
উপত্যকায় অবস্থিত জেলাগুলি
সম্পাদনাখাইবার পাখতুনখোয়ার এই জেলাগুলি সম্পূর্ণরূপে পেশোয়ার উপত্যকায় অবস্থিত:
- চরসাদ্দা জেলা (জনসংখ্যা: ১৬,১৬,১৯৮) [২]
- মর্দান জেলা (জনসংখ্যা: ২৩,৭৩,০৬১)
- পেশোয়ার জেলা (জনসংখ্যা: ৪২,৬৯,০৭৯)
এছাড়াও, নওশেরা জেলার অধিকাংশ, সোয়াবি জেলার অধিকাংশ এবং খাইবারের ছোট অংশ ( জামরুদ সহ), মহমান্দ, মালাকান্দ এবং পেশোয়ার ফ্রন্টিয়ার অঞ্চলও পেশোয়ার উপত্যকায় অবস্থিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Samad, Rafi U. (২০১১)। The Grandeur of Gandhara: The Ancient Buddhist Civilization of the Swat, Peshawar, Kabul and Indus Valleys। Algora Publishing। আইএসবিএন 9780875868585। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP: KHYBER PAKHTUNKHWA" (পিডিএফ)। Pakistan Bureau of Statistics। ২০১৮-০১-০৩। ২০১৮-০৪-২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৩।