পৃথিবীর পরিমণ্ডল হলো পৃথিবী নামক গ্রহের চারটি আলাদা বা স্বতন্ত্র অংশ, যেগুলোকে পরিমণ্ডল বলা হয়। এই পরিমণ্ডল সমূহ পৃথিবীর আকৃতি নির্ধারণের পাশাপাশি এর উপাদান সমূহ ধারণ করে।[]

প্রকারভেদ

সম্পাদনা

পরিমণ্ডল সমূহ হলোঃ

সম্পাদনা
  • ভূ-মণ্ডল
  • জীব মণ্ডল
  • বারিমণ্ডল
  • বায়ুমণ্ডল

ভূ-মণ্ডল

সম্পাদনা

ভূ-মণ্ডল হলো পৃথিবীর মূল গোলক যা মাটি, পাথর, শিলা ও খনিজ নিয়ে গঠিত। এটিই পৃথিবীর মূল ভিত্তি যা মূল আকৃতি নিয়ন্ত্রণ করে।

পাহাড় পর্বত, বাড়ি ঘর ইত্যাদি এর অন্তর্ভুক্ত। কোন জীব মারা গেলে তা ভূ-মণ্ডল এর অন্তর্ভুক্ত হয়।

জীব মণ্ডল

সম্পাদনা

পৃথিবীর প্রাণ সমূহ জীব মণ্ডল এর অন্তর্ভুক্ত। সুবিশাল তিমি থেকে শুরু করে অতিক্ষুদ্র ব্যাকটেরিয়া পর্যন্ত সবই এর অংশ।

গাছপালাও জীবমণ্ডলের অবিচ্ছেদ্য উপাদান।[]

বারিমণ্ডল

সম্পাদনা

বারি শব্দের অর্থ পানি বা জল। পৃথিবীর ভূপৃষ্ঠ ও ভূগর্ভের সকল পানি বারিমণ্ডল এর অন্তর্ভুক্ত।

সাগরের লোনা পানি, নদী ও জলাশয়ের স্বাদু পানি, বরফ জমা পানি সবই বারিমণ্ডল এর অংশ।

বায়ুমণ্ডল

সম্পাদনা

সকল গ্যাস এবং জলীয় বাষ্প এর অন্তর্ভুক্ত। বৃষ্টি, তুষার বৃষ্টি, শিলা বৃষ্টি বায়ুমণ্ডল এর উল্লেখযোগ্য ঘটনা।

বায়ুমণ্ডল ৭৮ ভাগ নাইট্রোজেন এবং ২১ ভাগ অক্সিজেন। বাকি উপাদান অতি অল্প পরিমানে বিদ্যমান।

বায়ুমণ্ডল জীবজগত কে অতিবেগুনি রশ্নি থেকে রক্ষা করে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "10.1063/1.3467499.4"Default Digital Object Group। ২০১০-০৯-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২ 
  2. kids/https://eartheclipse.com, science/geography/4-different-spheres-of-earth.html (২২ এপ্রিল ২০২৩)। [kids/https://eartheclipse.com/science/geography/4-different-spheres-of-earth.html "পরিমণ্ডল"] |আর্কাইভের-ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। ২২ এপ্রিল ২০২৩ তারিখে [kids/https://eartheclipse.com মূল] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। 
  3. "Geosphere, Biosphere, Hydrosphere & Atmosphere | Fun Science Lesson"Generation Genius (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২