পূর্ব আলীরগাঁও ইউনিয়ন
পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
পূর্ব আলীরগাঁও | |
---|---|
ইউনিয়ন | |
৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৪′৫৩.০০০″ উত্তর ৯২°২′৫৫.০০০″ পূর্ব / ২৫.০৮১৩৮৮৮৯° উত্তর ৯২.০৪৮৬১১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোয়াইনঘাট উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | নজরুল ইসলাম (বাংদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৮,৭৪২ হেক্টর (২১,৬০৩ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৪৬,২০৪ |
• জনঘনত্ব | ৫৩০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৭.৪৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৪১ ১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনা৫নং আলীরগাঁও ইউনিয়ন ১৯৫১ ইংরেজিতে ইউনিয়ন পরিষদ গঠনের আগে একটি গ্রামছিল। আলীরগাও গ্রামের নাম অনুসারে আলীরগাঁও ইউনিয়নের নামকরণ করা হয়। ১৯৭১ সালের ২৮ নভেম্বর গভীর রাতে পাকবাহিনী উপজেলার আলীরগাঁও ইউনিয়নের উজুহাত গ্রামে অতর্কিত হামলা করলে ২৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১১ নং ধারা মোতাবেক সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর ২০১৯ ইংরেজি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আলীরগাঁও ইউনিয়ন পরিষদকে ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ও ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন ঘোষণা করেন।[৩]
প্রশাসনিক এলাকা
সম্পাদনা৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত রয়েছে ৩৬টি গ্রাম এবং ৩১টি মৌজা। গ্রামগুলো হলো পূর্ব আলীরগ্রাম, খাটি খাই, পূর্ব দিঘীরপাড়, লাফনাউট, লামাকুটাপাড়া, নয়ামাটি,লাতু, খাগড়া, নয়াগ্রাম হাওর, নয়াগ্রাম উত্তর, উপরকুটাপাড়া, সাকরপুর, ফাদলীপুর, খাস, বারহাল, খাস হাওর, হাজরাই, উপর আটলীহাই, উজুহাত, কাকুনাখাই, লাউবিল জুলাই, লাউবিল খলা, গোয়াখাই, কাকুনখাই হাওর, পাঁচসেউতি, কুরিহাই, লান্দু, ধর্মগ্রাম ও নয়াখেল।[৩]
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তনঃ ২১৫৯৮ একর। জনসংখ্যাঃ- পুরুষ, ১৬৮৪৬ জন। মহিলা, ১৬২৩০ জন।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষার হারঃ- ১৭.৪৮%
দর্শনীয় স্থান
সম্পাদনা- জাওর বিল
খাল ও নদী
সম্পাদনানদী নাই, খালঃ-
- খাইয়া খাল
- পুড়া খাই খাল
- চাবরা বলি
- হান্দারি বিল
আরও অনেক।
হাট-বাজার
সম্পাদনা- বাঘের সড়ক বাজার
- বারহাল বাজার
- লাফনাউট বাজার
- বাঘের সড়ক বাজার
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- মো: গোলাম কিবরিয়া হেলাল
চেয়ারম্যানগণের তালিকা
আরও দেখুন
সম্পাদনা- ১নং রুস্তমপুর ইউনিয়ন
- ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন
- ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গোয়াইনঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
- ↑ "আলীরগাঁও ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১।
- ↑ ক খ "ভাগ হলো গোয়াইনঘাটের আলীরগাঁও ইউপি"। sylhettoday24.news। সিলেট টুডে ২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |