পূর্ব আর্মেনিয়া
পূর্ব আর্মেনিয়া (আর্মেনীয়: Արևելյան Հայաստան আরেভেলিয়ান হায়াস্তান) হলো আর্মেনীয় উঁচুভূমির পূর্বাঞ্চলীয় অংশ, যা আর্মেনীয় জাতির ঐতিহ্যবাহী আবাসভূমি। ৪র্থ ও ২০শ শতাব্দীর মধ্যে আর্মেনিয়া বেশ কয়েকবার বিভক্ত হয়েছিল, এবং পূর্ব ও পশ্চিম আর্মেনিয়া শব্দদ্বয় বিদেশি দখল বা নিয়ন্ত্রণের অধীনে তার নিজ নিজ অংশগুলোকে বোঝাতে ব্যবহৃত হতো, যদিও উভয়ের মধ্যে কোনো সংজ্ঞায়িত রেখা ছিল না।[১] শব্দটি যেসব ঐতিহাসিক অঞ্চলকে বোঝাতে করার জন্য ব্যবহৃত হয়:
- পারসীয় আর্মেনিয়া (৩৮৭ সাল থেকে পারস্য সাম্রাজ্যের একটি অধীনস্থ রাজ্য, ৪২৮ সালে সম্পূর্ণরূপে দখলকৃত)[২], বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের মধ্যে আর্মেনিয়া ভাগাভাগির পর এবং ৭ম শতাব্দীর মধ্যভাগে আরবদের আর্মেনিয়া জয় পর্যন্ত আর্মেনিয়ার পূর্বাঞ্চল বোঝাতে ব্যবহৃত হয়।
- ইরানীয় আর্মেনিয়া (১৫০২-১৮১৩/১৮২৮), যা পূর্ব-আধুনিক ও প্রয়াত-আধুনিক যুগে পূর্ব আর্মেনিয়ার ইতিহাসের সময়কালকে নির্দেশ করে যখন এটি রুশ সাম্রাজ্য (১৮১৩ ও ১৮২৮) দ্বারা দখলকৃত হওয়া পর্যন্ত বিভিন্ন ইরানীয় সাম্রাজ্যের অংশ ছিল।
- রুশ আর্মেনিয়া (১৮২৮-১৯১৭) ও সোভিয়েত আর্মেনিয়া (১৯২০-১৯৯১), যাযথাক্রমে রুশ সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন আর্মেনিয়ান জনবহুল এলাকাগুলোকে নির্দেশ করে এবং বর্তমানে যা আর্মেনিয়া প্রজাতন্ত্র নামে বিদ্যমান।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ আদালিয়ান, রৌবেন পাউল (২০১০)। হিস্টোরিকাল ডিকশনারি অফ আর্মেনিয়া। ল্যানহাম, মেরিল্যান্ড: স্কেয়ারক্রো প্রেস। পৃষ্ঠা ৩৩৬–৩৩৭। আইএসবিএন 978-0-8108-7450-3।
- ↑ হাচিকিয়ান, আগপ জ্যাক; বাসমাজিয়ান, গাব্রিয়েল; ফ্রাঞ্চুক, এডওয়ার্ড এস.; উযুনিয়ান, নূরহান (২০০০)। The Heritage of Armenian Literature: From the Oral Tradition to the Golden Age । ১ম খণ্ড। ডেট্রয়েট: ওয়েইন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১৬৮ (ইংরেজি)। আইএসবিএন 978-0-8143-2815-6।