পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান
পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান (ইংরেজি: Valley of Flowers National Park) সুউচ্চ পশ্চিম হিমালয়ে অবস্থিত উত্তরাখণ্ড প্রদেশের এক ভারতীয় জাতীয় উদ্যান। এটিকে স্থানীয় পার্বত্য আলপাইন ফুল এবং অন্যান্য বিপন্ন প্রজাতির উদ্ভিদের বৈচিত্রের জন্য বিখ্যাত। এই উদ্যানটি বিভিন্ন দুর্লভ ও বিপন্ন জীববৈচিত্রের বাসস্থান যেমন এশীয় কালো ভাল্লুক,[১] তুষার চিতা,[১] মাস্ক ডিয়ার,[১] বাদামি ভালুক, লাল শিয়াল[১] এবং নীল ভেড়া। ফুলের উপত্যকা জাতীয় উদ্যান-এর নয়নাভিরাম প্ৰাকৃতিক দৃশ্যই পূর্বে নন্দা দেবী রাষ্ট্ৰীয় উদ্যান-এর বন্য পাৰ্বত্য আরণ্যকে পরিপূৰ্ণ করে তোলে। উদ্যানটি ৮৭.৫০ বৰ্গ কি.মি. জুড়ে বিস্তৃত। এই উদ্যান এবং নন্দা দেবী বন্যপ্ৰাণী সংরক্ষিত বনাঞ্চল ২২৩,৬৭৪ হেক্টরজুড়ে এবং ৫,১৪৮.৫৭ হেক্টর সুরক্ষিত অঞ্চল এটিকে ঘিরে রেখেছে।[২] এই সংরক্ষিত বনাঞ্চল ২০০৪ সনের ইউনেস্কোর বিশ্ব বন্যপ্ৰাণী সংরক্ষিত অঞ্চল হিসাবে অন্তৰ্ভুক্ত হয়েছে।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
অবস্থান | উত্তরাখণ্ড, ভারত |
এর অংশ | নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান |
মানদণ্ড | প্রাকৃতিক: (vii), (x) |
সূত্র | 335-002 |
তালিকাভুক্তকরণ | ১৯৮৮ (১২তম সভা) |
প্রসারণ | ২০০৫ |
আয়তন | ৮,৭৫০ হেক্টর (৩৩.৮ মা২) |
স্থানাঙ্ক | ৩০°৪৩′৪৮″ উত্তর ৭৯°৩৭′০৩″ পূর্ব / ৩০.৭৩০০০° উত্তর ৭৯.৬১৭৫০° পূর্ব |
তথ্য সংগ্ৰহ
সম্পাদনা- ↑ ক খ গ ঘ Gopal K.Bhargava, ed. S.C. Bhatt, (২০০৬)। Uttaranchal.। Delhi: Kalpaz publ.। পৃষ্ঠা 208, 209। আইএসবিএন 9788178353838।
- ↑ "World Conservation Monitoring Centre"। ১০ জুলাই ১৯৯৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৪।