পুষ্পদন্ত

৯ম জৈন তীর্থঙ্কর

জৈনধর্মে পুষ্পদন্ত (সংস্কৃত: पुष्पदन्त) হলেন বর্তমান যুগের (‘অবসর্পিণী’) ৯ম তীর্থঙ্কর। তিনি সুবিধিনাথ নামেও পরিচিত। জৈন বিশ্বাস অনুসারে, তিনি একজন সিদ্ধঅরিহন্ত (সেই মুক্তাত্মা যিনি আত্মার সকল কর্ম ধ্বংস করেছেন) হয়েছিলেন।

পুষ্পদন্ত
৯ম জৈন তীর্থঙ্কর
Pushpadanta
তীর্থঙ্কর পুষ্পদন্তের বিগ্রহ
অন্যান্য নামসুবিধিনাথ
পূর্বসূরিচন্দ্রপ্রভ
উত্তরসূরিশীতলনাথ
রাজপরিবার
রাজবংশ/বংশইক্ষ্বাকু
পরিবার
পিতামাতাসুগ্রীব (পিতা)
রমা (সুপ্রিয়া) (মাতা)
্কল্যাণক / গুরুত্বপূর্ণ ঘটনাবলি
জন্ম১০২১৮ বছর আগে (কিংবদন্তি অনুসারে)
কাকন্দি (অধুনা খুখুন্দু, উত্তরপ্রদেশ, ভারত)
মোক্ষের স্থানশিখরজি
বৈশিষ্ট্য
বর্ণশ্বেতবর্ণ
প্রতীককুম্ভীর
উচ্চতা৩০০ মিটার (কিংবদন্তি অনুসারে)
বয়স২০০,০০০ পূর্ব (১৪.১১২ কুইন্টিলিয়ন বছর, কিংবদন্তি অনুসারে)
কেবলকাল
যক্ষঅজিত
যক্ষিণীমহাকালী (দিগম্বর) ও সুতারকা (শ্বেতাম্বর)

পুষ্পদন্ত বা সুবিধিনাথ ছিলেন বর্তমান ‘অবসর্পিণী’ যুগের ৯ম তীর্থঙ্কর[] জৈন বিশ্বাস অনুসারে, তিনি একজন সিদ্ধঅরিহন্ত (সেই মুক্তাত্মা যিনি আত্মার সকল কর্ম ধ্বংস করেছেন) হয়েছিলেন।

কাকন্দির (অধুন্দ খুখুন্দু, দেওরিয়া, উত্তরপ্রদেশ) ইক্ষ্বাকু রাজবংশের রাজা সুগ্রীব ছিলেন পুষ্পদন্তের পিতা এবং রানি রমা ছিলেন তাঁর মাতা।[] বিক্রম সম্বৎ অনুসারে মাঘ কৃষ্ণা পঞ্চমীর দিন তাঁর জন্ম হয়েছিল। পুষ্পদন্ত ঋষভনাথ প্রতিষ্ঠিত চতুর্মুখী জৈন সংঘ পুনঃপ্রতিষ্ঠা করেন। তাঁর প্রতীক হল কুমির, মল্লি বৃক্ষ, অজিত যক্ষ, মহাকালী (দিগম্বর) ও সুতারকা (শ্বেতাম্বর) যক্ষিণী[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Tukol 1980, পৃ. 31।
  2. Tandon 2002, পৃ. 44।

গ্রন্থপঞ্জি

সম্পাদনা