পুরু

চন্দ্রবংশীয় রাজা

পুরু (সংস্কৃত: पूरुআইএএসটি: Pūru) হিন্দুধর্মের একজন কিংবদন্তি রাজা। তিনি রাজা যযাতিশর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র,[] এবং পাণ্ডবকৌরবদের পূর্বপুরুষদের একজন।

পুরু
পুরুর সিংহাসনে অধিষ্ঠিত যযাতি, রাজনামা থেকে ভবানী তৈরি
গ্রন্থসমূহমহাভারত, পুরাণ
ব্যক্তিগত তথ্য
মাতাপিতা
সহোদরদ্রুহ্যু ও অনুদ্রুহ্যু (ভাই)
যদু ও তুর্বাশু (সৎ ভাই)
রাজবংশচন্দ্রবংশ

রাজা পুরু কৌশল্যাকে বিয়ে করেন এবং তার পুত্র জনমেজেয় তার স্থলাভিষিক্ত হন।[]

কিংবদন্তি

সম্পাদনা

ভাগবত পুরাণ

সম্পাদনা

ভাগবত পুরাণের নবম মণ্ডলের উনিশতম অধ্যায়ে, পুরুকে চার ভাই বলে বর্ণনা করা হয়েছে; যদু, তুর্বাশু, দ্রুহ্যু ও অনু। তিনি তার পিতা যযাতির বার্ধক্যের সাথে তার যৌবন বিনিময় করেন যখন পরেরটি শুক্রাচার্যের দ্বারা অভিশাপ পান, তার পিতাকে তার যৌবন এক হাজার বছর উপভোগ করতে দেয়।[] পরে, যযাতি তার অভিশাপ ফিরিয়ে নেয় এবং পুরুকে তার উত্তরাধিকারী করে, যদিও সে তাদের সবার ছোট।[] তাঁর উত্তরসূরি হলেন প্রচিনবত; তার ছেলে প্রবীর; তার ছেলে মনস্যু।

মহাভারত

সম্পাদনা

মহাভারতের আদিপর্বে, তিনি গাঙ্গেয় সমভূমিতে তাঁর রাজ্যের উত্তরাধিকারী ছিলেন বলে কথিত আছে। কথিত আছে যে, তার স্ত্রী পৃষ্টীর পুত্র হিসেবে তিনজন পরাক্রমশালী বীর ছিল; প্রবীর, ইশ্বর ও রৌদ্রাশ্ব। প্রবীর পুরুর স্থলাভিষিক্ত হন এবং তার স্থলাভিষিক্ত হন তার পুত্র মনস্যু।[]

পুরুর রাজবংশ হয়ে ওঠে পুরুবংশ, যা পরে কুরুবংশ নামে নামকরণ করা হয়, যেটির সাথে পাণ্ডবকৌরবরা অন্তর্ভুক্ত।[]

অন্য একজন পুরুকে ঋগ্বেদে রাজা হিসেবে এবং আদিত্যের পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি অদিতির স্বামী, সরস্বতী নদীর উপর বসবাস ও শাসন করতেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Mayank Srivastava। "Story of Devayani, Yayati, Sharmishtha, Puru"newstrend,news (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২০ 
  2. www.wisdomlib.org (২০১২-০৬-১৬)। "Puru, Pūru, Purū: 19 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১০ 
  3. David Frawley (১৯৯৩)। Gods, Sages and Kings: Vedic Secrets of Ancient Civilization। Motilal Banarsidass। পৃষ্ঠা 137–। আইএসবিএন 978-81-208-1005-1। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১২ 
  4. www.wisdomlib.org (২০১৯-০১-২৮)। "Story of Pūru"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১০ 
  5. Krishna-Dwaipayana Vyasa (৩১ মার্চ ২০০৮)। The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa First Book Adi Parva। Echo Library। পৃষ্ঠা 214–। আইএসবিএন 978-1-4068-7045-9। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১২ 
  6. K. C. Singhal; Roshan Gupta (১ জানুয়ারি ২০০৩)। The Ancient History of India, Vedic Period: A New Interpretation। Atlantic Publishers & Dist। পৃষ্ঠা 48–। আইএসবিএন 978-81-269-0286-6। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১২ 

আরও পড়ুন

সম্পাদনা