পুরিগপা
পুরিগপা হল ভারতের লাদাখের কার্গিল জেলায় পাওয়া একটি সম্প্রদায়। ৩৯,০০০ পুরিগপাদের মধ্যে ৩৮,০০০ জনই মুসলিম। বাকি কয়েকজন বৌদ্ধ ধর্মাবলম্বী। ২০১১ সালে, পুরিগপাদের মধ্যে ৯৯২ জন বৌদ্ধ ছিল। [৩]
মোট জনসংখ্যা | |
---|---|
৩৯,১০১ (২০১১) | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
ভারত | |
ভাষা | |
পুর্গি ভাষা | |
ধর্ম | |
প্রধানত শিয়া ইসলাম (৯৭.৫%)
| |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
অন্যান্য দারিক জনগোষ্ঠী এবং তিব্বতীয় জনগোষ্ঠী |
সামাজিক মর্যাদা
সম্পাদনা২০০১-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], ভারত সরকারের ইতিবাচক বৈষম্যের সংরক্ষণ কর্মসূচির অধীনে পুরিগপাকে একটি তফসিলি উপজাতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, পুরিগপা জনসংখ্যা ৩৯,১০১ জন, ২০,১১৯ জন পুরুষ এবং ১৮,৯৮২ জন নারী। প্রাপ্তবয়স্ক লিঙ্গ অনুপাত ৯৪৩ এবং শিশু লিঙ্গ অনুপাত ৯৭১-এ দাঁড়িয়েছে। তারা ৬৭.৫ শতাংশ সাক্ষরতার হার নিয়ে গর্ব করেছে, যা পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যের গড় উপজাতীয় সাক্ষরতার হার ৫০.৬ শতাংশের চেয়ে ভাল ছিল।[৪][৫]
ইতিহাস ও সংস্কৃতি
সম্পাদনাপুরিগপাদের বিভিন্ন উত্স রয়েছে এবং তারা তিব্বতি এবং দারদের বংশধর। এই দুটি দল ১০ শতকের পর থেকে নিজেদের মাঝে মিশে যেতে শুরু করে। [১]
পুরিগপারা মূলত বারো সম্প্রদায়ের শিয়া মুসলিম। তারা ১৫ এবং ১৬ শতকের শুরুতে বাল্টিস্তান হয়ে আগত প্রচারকদের দ্বারা রূপান্তরিত হয়েছিল। [১] [৬]
আরও দেখুন
সম্পাদনা- কার্গিল জেলা
- পুর্গি ভাষা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Gellner, David N. (২০১৩)। Borderland Lives in Northern South Asia। Duke University Press। পৃষ্ঠা 49–51। আইএসবিএন 978-0-8223-7730-6।
- ↑ Mukherjee, M. M. (২০১৭-০১-৩০)। Exploring "The Himalayas": The Land of High Passes, Ladakh (ইংরেজি ভাষায়)। Partridge Publishing। আইএসবিএন 978-1-4828-8630-6।
- ↑ "Religion Data of Census 2011: XXXIII JK-HP-ST" (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮।
- ↑ "12 Major Tribes of Jammu and Kashmir"। ২০১৯-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৫।
- ↑ Statistical Profile of Scheduled Tribes in India (https://tribal.nic.in/ST/StatisticalProfileofSTs2013.pdf)
- ↑ Mukherjee, M. M. (২০১৭-০১-৩০)। Exploring "The Himalayas": The Land of High Passes, Ladakh (ইংরেজি ভাষায়)। Partridge Publishing। আইএসবিএন 978-1-4828-8630-6।