পুরানে চেরাগ
পুরানে চেরাগ (উর্দু: پرانے چراغ, অনুবাদ 'প্রাচীন প্রদীপ') ভারতীয় ইসলামি পণ্ডিত আবুল হাসান আলী হাসানী নদভীর লিখিত একটি স্মৃতিচারণমূলক উর্দু জীবনী সাহিত্য।[১][২] লেখক তার দীর্ঘ কর্মজীবনে যেসব উলামা, মাশায়েখ, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বড় বড় মনীষীর সাথে মিশেছিলেন কিংবা তারই সান্নিধ্যে যেসকল মনীষী বড় হয়েছিলেন এ গ্রন্থে তাদের সম্পর্কে বিস্তারিত স্মৃতিচারণ করেছেন।[৩] ১৯৭৫ থেকে ১৯৯৪ পর্যন্ত মোট ৩ খণ্ডে বইটি প্রকাশিত হয়।
লেখক | আবুল হাসান আলী হাসানী নদভী |
---|---|
মূল শিরোনাম | উর্দু: پرانے چراغ |
দেশ | ভারত |
ভাষা | উর্দু |
ধরন | জীবনী |
প্রকাশিত | ১৯৭৫–১৯৯৪ |
প্রকাশক | মাকতাবায়ে ফেরদৌস |
মিডিয়া ধরন | শক্তমলাট |
ওসিএলসি | ৬৪৩৮৫০৫৮৮ |
২৯৭.০৯ | |
এলসি শ্রেণী | বিপি৬৩.আই৪ এন২৮৬ |
ওয়েবসাইট | abulhasanalinadwi.org |
গঠন
সম্পাদনাবইটির প্রথম খণ্ডে সুলাইমান নদভী, মানাজির আহসান গিলানি, হুসাইন আহমদ মাদানি, আশরাফ আলী থানভী, আহমদ আলি লাহোরি, ওছিউল্লাহ ফতেহপুরী, হায়দার হাসান খান, খলিল আরব, হালিম আতা, মাসউদ আলম নদভী, জিগর মুরাদাবাদী প্রমুখ মনীষীগণের আলোচনা এসেছে।
দ্বিতীয় খণ্ডে মুহাম্মদ আলি জওহর, নওয়াব সদর ইয়ারজং, হাবিবুর রহমান খান শেরওয়ানি, আবুল কালাম আজাদ, জাকির হুসেইন, আব্দুল মাজেদ দরিয়াবাদি, আবুল আ'লা মওদুদী, মুহাম্মাদুল হাসানী প্রমুখ মনীষীদের স্মৃতিচারণমূলক জীবনী স্থান পেয়েছে।
তৃতীয় খণ্ডে হাসান আল বান্না, সাইয়েদ কুতুব, মুহাম্মদ ইউসুফ কান্ধলভি, মিন্নাতুল্লাহ রহমানি, কারী মুহাম্মদ তৈয়ব, উবায়দুল্লাহ বালিয়াভি প্রমুখ মনীষীদের জীবনী স্থান পেয়েছে।[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাউদ্ধৃতি
সম্পাদনা- ↑ নদভী, মুহসিন উসমান (২০০২)। মুতালায়ে তাসানিফাত মুফাক্কিরে ইসলাম আবুল হাসান আলী নদভী [আবুল হাসান আলী নদভীর রচনাবলির গবেষণা] (উর্দু ভাষায়)। ভারত: আরশি পাবলিকেশন্স। পৃষ্ঠা ৩৪১–৩৫২।
- ↑ গাজী, মাহমুদ আহমদ (৩ ডিসেম্বর ২০১৪)। "پرانے چراغ" بہت معیاری کتاب ہے"" [পুরানে চোরাগ: একটি অনন্য সাধারণ বই]। দৈনিক দুনিয়া। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ ক খ মুহাম্মদ সালমান, মাওলানা (মে ২০০২)। আবুল হাসান আলী নদভীর জীবন ও কর্ম (পিডিএফ)। ঢাকা: আল ইরফান পাবলিকেশন্স। পৃষ্ঠা ৩৪০–৩৪১।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- আবদুল গফফার, প্রফেসর (২০০৪)। উর্দু ভাষা ও সাহিত্যে আবুল হাসান আলী নদভীর অবদান (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: উর্দু বিভাগ, শ্রী সংকরাচার্য সংস্কৃতি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৮৯–৯০। ওসিএলসি 1015275663।
- ইয়াহিয়া, মুহাম্মদ (২০০৭)। মাওলানা আলী মিয়া নদভী কি খাকা নিগারি কা তানকীদি মুতালা (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। উর্দু বিভাগ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৩৬–১৪৫।