পুবের কলম
পুবের কলম কলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। এটা বিনোদন, ব্যবসায়-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, চলচ্চিত্র, ভ্রমণ, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবাধিকার এবং অন্যান্য সংবাদও পরিবেশন করে। [১] ১৯৮১ সাল থেকে এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। বর্তমানে এই পত্রিকার সম্পাদক আহমেদ হাসান।[২]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | কলম ওয়েলফেয়ার এসোসিয়েশন |
প্রতিষ্ঠাতা | আহমেদ হাসান ইমরান |
প্রকাশক | মুহাম্মদ আমিনুদ্দিন সিদ্দিক |
সম্পাদক | আহমেদ হাসান ইমরান |
ভাষা | বাংলা |
প্রকাশনা স্থগিত | ২০১৩ সালে সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারির পরে দৈনিক কলম এর প্রকাশনা ব্যাহত হয় |
পুনঃপ্রতিষ্ঠাকাল | ২০১৩ সালে সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারির পরে পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে গেলে ও তার মাস খানিক পরে আবার ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে |
সদর দপ্তর | কলকাতা, ভারত |
ইতিহাস
সম্পাদনা১৯৮১ সালে একটি মাসিক পত্রিকা হিসেবে চালু করা হয় যা ১৯৮৩ সালে একটি সাপ্তাহিক পত্রিকা হয়ে ওঠে। এরপর ২০১১ সালে সারদা গোষ্ঠী এটি কেনে এবং ৪০,০০০ পর্যন্ত প্রচলন সঙ্গে একটি দৈনিক সংবাদপত্রে পরিণত করে।
২০১৩ সালে সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারির পরে আবার কলম ওয়েলফেয়ার এসোসিয়েশন্ এটি কিনে নেয় এবং দৈনিক সংবাদপত্র হিসাবে প্রকাশ করতে থাকে।[৩] এই সময় সাংসদ মুকুল রায় পত্রিকাটির আরেকটি সংস্করণ বের করেন যার নাম দেওয়া হয় আজকের কলম এবং সম্পাদনা করেন উত্তরপ্রদেশ এর শিক্ষাবিদ আসিফ খান। কয়েকমাস পরে আবার আহমেদ হাসান ইমরান এর সম্পাদনায় দৈনিক কলম পত্রিকা নিয়মিত ভাবে প্রকাশ হতে থাকে। বর্তমানে আজকের কলম এর সাথে দৈনিক কলম এর কোনো সম্পর্ক নেই।[৪]
বানানবিধি
সম্পাদনাকলম পত্রিকায় অধিকাংশ বাংলা শব্দের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি কর্তৃক সংস্কারকৃত বানানবিধি গৃহীত হয়েছে। তবে এতে আরবী ও উর্দু ভাষা শব্দাবলী করা হয়। কেবল অবঙ্গভাষী ব্যক্তিত্ববর্গের নাম এবং বহির্বঙ্গের কোন স্থাননামের ক্ষেত্রে এই পত্রিকা সংশ্লিষ্ট ব্যক্তিত্বের মাতৃভাষায় অথবা সংশ্লিষ্ট স্থানে প্রচলিত ভাষায় প্রচলিত বানান এবং উচ্চারণ অনুসারে শব্দটির প্রতিবর্ণীকরণ করে থাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Assault charge on former chief of Saradha Group newspaper"। The Times of India। ১১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩।
- ↑ "Mamata govt. enlists 5 more newspapers including TOI for libraries"। TwoCircles। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩।
- ↑ http://www.livemint.com/Politics/nSoyMCOJ5ekoYfr7KYbNEI/Trinamool-Congress-seizes-control-of-two-newspapers-owned-by.html
- ↑ http://rni.nic.in/display_title.asp?keepThis=true&TB_iframe=true[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]